বিশ্বের সর্বোচ্চ ইউটিউব সাইবক্রইবার ‘মি. বিস্ট’
জিমি ডেনাল্ডসন ওরফে ‘মি. বিস্ট’ এখন বিশ্বের সবচেয়ে সাইবক্রাইব করা ইউটিউবার। তার বয়স ২৪। তিনি মূলত ব্যয়বহুল বিপদজনক কাজের ইউটিউব কনটেন্ট তৈরি করেন। তার বসবাস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে।
তিনি হারিয়ে দিয়েছেন ‘পিউডিপাই’ ওরফে ফিলিক্স আরবিট উলফ কেজেলবার্গ নামের সুইডেনের প্রখ্যাত ইউটিউবারকে।
মি. বিস্টের চ্যানেলের (Mr Beast) এখন মোট ১শ ১২ মিলিয়ন সাবসক্রাইবার আছেন, জানিয়েছে আমেরিকান সামাজিক মাধ্যম বিশ্লেষক সোশ্যাল ব্লেড। আরও জানিয়েছে, পিউডিপাই’র সাবসক্রাইবার এখন তার চেয়ে এক মিলিয়ন কম, ১ শ ১১ মিলিয়ন।
ডোনাল্ডসনের চ্যানেলটি ১ শ মিলিয়নের মাইলফলকে হিট করেছে এই বছরের জুলাই মাসে। খবরটি জানিয়েছে প্রধানত অনলাইন খেলার কনটেন্ট তৈরির ইউটিউব প্রতিষ্ঠান ও ওয়েবসাইট ‘ডেক্সারটো’। আরও বলেছে, ডোনাল্ডসন তার প্রতিদ্বদ্বীকে সাইবক্রাইবারের মাধ্যমে পেরিয়ে গিয়েছেন ১৫ নভেম্বর, ২০২২।
২০১৯ সালে সবাইকে কৌশলগতভাবে চমকে দিয়ে মি. বিস্ট তার সবচেয়ে বেশিদিন ধরে অনুসরণ করে আসা ইউটিউবার এই পিউডিপাইকে চ্যানেলটি রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে এসেছেন। তখন পিউডিপাই’র মুকুট ভারতীয় গণমাধ্যম চ্যানেল টি-সিরিজে কাছে চলে যাবার ঝুঁকি তৈরি হয়েছিল।
ব্লুমবার্গের একটি প্রোফাইল খবর অনুসারে, ২০২০ সালে মি. বিস্ট ছিলেন বছরের প্রথম ইউটিউব ক্রিয়েটর। তিনি প্ল্যাটফর্মটিতে ভাইরাল হওয়ার নিয়মকানুনগুলোও ভেঙে ফেলছিলেন।
এই সব বিষয়গুলোতে জিমি ডেনাল্ডসন বলেছেন, ‘আমি ঘুম থেকে সকালে উঠতাম ও ইউটিউব পড়তাম। ভিডিও নিয়ে লেখাপড়া করতাম। সিনেমা বানানোর উপর পড়ালেখা করেছি। এর মধ্যে একের পর এক ইউটিউব কনটেন্ট বানাতাম আমার চ্যানেলে। এরপর ঘুমাতে যেতাম। এই ছিল আমার জীবন।’
সোশ্যাল ব্লেড জানিয়েছে, জিমি ডোনাল্ডসন বা মি. বিস্টের মাসিক আয় তাদের অনুমানে ইউটিউব থেকে গড়ে ২ লাখ মার্কিন ডলার থেকে বেড়ে এখন প্রায় ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি বছরে আনুমানিকভাবে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। মি. বিস্ট ব্লুমবার্গকে বলেছেন, ‘এই ভিডিওগুলো তৈরি করতে আমার মাসের পর মাস চলে যায়। অনেক ভিডিও তৈরি করতে আমাদের চার থেকে পাঁচদিন বিরামহীন পরিশ্রম করতে হয়। এর একটি কারণ হলো, আমি যে কাজ করি অন্যরা সেই কাজগুলো করতে চান না।’
তার বেশিরভাগ ভিডিওর মধ্যেই অছে ভয়ংকর চ্যালেঞ্জ। তিনি নিজে ভিডিও তৈরি করেন। তার কর্মীদের মাধ্যমে কাজ করিয়ে নিজে অভিনয়ও অভিনয় করেন। তার প্ল্যাটফর্মের জনপ্রিয়তা পাওয়ার এটি আরেকটি কারণ।
এমএমএ/