শনিবার, ২৯ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ভিসার ‘স্টার্ট-আপ’ শুরু হয়েছে

‘ভিসা-ডিজিটাল পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার’ ঘোষণা করেছে, আবার একটি উন্মুক্ত স্টার্ট-আপ করছেন তারা ভারত জুড়ে। গতকাল শুক্রবার ৪ নভেম্বর ২০২২ থেকে আবেদন গ্রহণ শুরু করেছেন তারা। আবেদন করতে হবে ‘দি ভিসা এক্সিলারেটর প্রগ্রাম ২০২৩’র মাধ্যমে। এই বিপুল ও বিরাট কর্মযজ্ঞে আবেদনের মেয়াদ শেষ হবে ১০ জানুয়ারি, ২০২৩ সালে।

ভিসার এক্সিলারেটর প্রগ্রামের টানা তৃতীয় আসর বসছে।

দি ভিসা এক্সিলারেটর প্রগ্রামের মাধ্যমে নিবাচিত করা হয়, ছোট ছোট স্টার্ট-আপগুলোকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও।

এই প্রতিযোগিতার মাধ্যমে কেবল উদ্যোক্তাদের বিকশিত করা হয় না, অনলাইন কার্ড পেমেন্ট শিল্পখাতের সবচেয়ে জটিল সমস্যাগুলোর অনেকগুলোতেই সমাধান করা হয় এবং ভবিষ্যতের নতুন কার্যধারাও লাভ করা সম্ভব হয়।

ভিসা জানিয়েছে, ২০২৩ সালের তাদের এক্সিলারেটর প্রগ্রামটির মাধ্যমে ওয়েব ৩.০ (ওয়েব ৩ নামেও পরিচিত-এটি একটি ধারণা যেটি নতুনভাবে ওয়াল্র্ড ওয়াইড ওয়েবের সঙ্গে সংযুক্ত হয়, এই ধারণাটি বিকেন্দ্রীকরণ, ব্লক চেইন টেকনোলজিস ও টোকেননির্ভর প্রযুক্তিগুলোর ক্ষেত্রে কাজ করে), বৈশ্বিক মানি মুভমেন্ট, দৃঢ়ভাবে যুক্ত অর্থনীতির কাঠামোগত খাত, বণিক গোষ্ঠী ও ছোট ব্যবসায়গুলোকে সক্রিয় করা এবং উন্মুক্ত ব্যাংকিংগুলোর সমাধান প্রদান করা হবে।

ভারত ও দক্ষিণ এশিয়ায় ভিসার প্রধান সন্দীপ ঘোষ বলেছেন, ‘ভারত থেকে স্টাট-আপগুলোর মাধ্যমে আমরা কিছু ব্যতিক্রমী আইডিয়া লাভ করেছি। সেগুলো আগের প্রতিযোগীদের দলগুলো প্রদান করেছে। পাশাপাশি তারা অনেকগুলো নব পণ্যধারাও উদ্ভাবন করেছেন। এবারও আমাদের আশাবাদ বিরাট যেহেতু আমরা স্টার্ট-আপগুলোকে আমন্ত্রণ জানিয়েছি, তৃতীয় প্রতিযোগিতার এই দলগুলোর মাধ্যমে আগের মতোই আমরা প্রকল্পটির একই ধরণের সু-গতিবেগ লাভ করব।’

দি ভিসা এক্সিলারেটর প্রগ্রামটি ২০১৯ সালে শুরু হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভবিষ্যতমুখী স্টার্ট-আপ প্রতিযোগিতার অন্যতম হতে সমর্থ্য হয়েছে।

২০২২ সালের পাঁচটি স্টার্ট-আপ তাদের এই প্রতিযোগিতাতে সেরা হয়েছে। তাদের ধারণাগুলোকে প্রকল্পটিতে ভিসার পণ্য ও ব্যবসায় উন্নয়ন দলগুলোর সঙ্গে কাজের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। তারা জীবন ও নতুন ব্যবসায়িক ধারণা পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়েছেন।
২০২১ ও ২০২২ সালের মোট নয়টি দল ভিসার সঙ্গে তাদের ক্রেতা ও অংশীদারদের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চুক্তিবদ্ধ হয়েছে।

অতিরিক্ত হিসেবে ভিসা ছয়টি অংশীদারীত্বে ভিসা যুক্ত হয়েছে এবং বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে বাছাই স্টার্ট-আপগুলোর সঙ্গে।

ভিসা এক্সিলারেটর প্রগ্রামের মাধ্যমে ভিসা বিপুল কার্ড এবং অনলাইনভিত্তিক পেমেন্ট শিল্পে যেন মূল্যবোধ তৈরি হয়, সেদিকেও জোর দিয়ে চলেছে।

ভারত থেকে এই প্রকল্পের মাধ্যমে ‘ডিজিট সিকিউর-ওমনি চ্যানেল টাচলেস পেমেন্টস প্ল্যাটফর্ম’ নামের একটি নতুন গেটওয়ে তৈরি হয়েছে। লিংকটি হলো-Digit Secure – Omni-Channel Touchless Payments Platform.

দ্বিতীয় প্রতিযোগিতা থেকে ‘পারফিওস’ নামের দ্বিতীয় গেটওয়ে তৈরি করেছে ভিসা। ‘পারফিওস : ফিনানাশিয়াল ডাটা অ্যানালাইসিস টুলস অ্যান্ড সফটওয়ার সলিউশন। লিংক হলো-Perfios: Financial Data Analysis Tools & Software Solution.

গেলবারের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের টালিখাতাও দারুণ বলে জানিয়েছে ভিসা। তারা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির সঙ্গে ছোট, ছোট ব্যবসায়গুলোকে অর্থায়নের উদ্দেশ্য সাধনের শক্তি প্রদানের জন্য তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছেন। টালিখাতা অ্যাপের লিংকটি হলো-https://www.tallykhata.com.

ভিসার সঙ্গে সহযোগিতা ও নিজের উদ্যোগটি সম্পর্কে বলতে গিয়ে ‘টালিখাতা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান বলেছেন, ‘ভিসার সঙ্গে অংশীদারিত্ব ছিল খুবই প্রভাবশালী উদ্যোগ। একেবারে শুরুর শিডিউল কাঠামো থেকে সমাধান এবং ভোক্তাদের অংশগ্রহণ সবকিছুই অনন্য। আমরা অন্যদের মতো একটি প্রমাণিত ধারণা থেকে শুরু করেছিলাম। ভিসার প্রতিযোগিতায় জয়লাভের পর ছয় মাসের ব্যবসায়িকভাবে প্রমাণের সময় পেয়েছি। ভিসার নেতৃত্ব, তাদের পণ্য বিশেষজ্ঞদের সাহায্য, তাদের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে সম্পর্ক তৈরির শিক্ষা, পরে কাজে রূপান্তর এবং বাজারে প্রবেশ আমাদের অত্যন্ত শক্তিশালী বিশ্বাসযোগ্যতাও প্রদান করেছে।’

Header Ad
Header Ad

ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

মাঠপর্যায়ে সব তদবির ও সরকারের স্তুতিবাক্য পরিহার, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশে নাগরিকদের সেবা নিশ্চিতসহ জেলা প্রশাসকদের (ডিসি) ১২ দফা নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৮ মার্চ) এক চিঠিতে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনা ডিসিদের কাছে পৌঁছে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির নামজারি বা রেজিস্ট্রেশন জনগণের সব সেবাই হয়রানি এবং দুর্নীতিমুক্ত পরিবেশে হতে হবে। এক্ষেত্রে সব ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করতে হবে।

ঠিকঠাক দায়িত্বপালনে মন দিতে হবে এবং সরকারের সব ধরনের স্তুতি বাক্য পরিহার করতে হবে। পুলিশি তদন্ত ছাড়াই পাসপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।

এছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাসহ জমি রেজিস্ট্রেশন, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের মতো সেবায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দূর করারও তাগিদ দেওয়া হয়েছে।

নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আইন পুরোপুরি মেনে চলার। যেখানে সব রকমের ভয়ভীতি, তদবির ও স্তুতিবাক্য পরিহারে বিশেষ জোর দেওয়া হয়েছে। চিঠিতে ডিসিদের মাঠপর্যায়ের কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।

Header Ad
Header Ad

মায়ানমারে মৃত্যু ১০ হাজার ছাড়াতে পারে : ইউএসজিএস  

ছবিঃ সংগৃহীত

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে নিহতের সংখ্যা ৭০০ জনে পৌঁছেছে। তবে ভূমিকম্পে মায়ানমারের মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে নিজেদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএসজিএস।

এ ছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডে নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মায়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পরে ১টা ২ মিনিটের দিকে ৬ দশমিক ৮ মাত্রার একটি আফটারশক আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মায়ানমারের প্রতিবেশী দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন হয়েছে। এই ৬ দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনো নিখোঁজ আছেন শতাধিক মানুষ।

এ ছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ। এরা সবাই ভূমিকম্পে ভবন ধসে মারা গেছেন।

 

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৯ মার্চ) ড. ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টা শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই।

চীনে চার দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

চার দিনের সরকারি সফরে গত ২৬ মার্চ চীনে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা  
মায়ানমারে মৃত্যু ১০ হাজার ছাড়াতে পারে : ইউএসজিএস  
প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
তিস্তা নদী ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে চীন
রাজনৈতিক হয়রানির শিকার ৬৬৮১ মামলা প্রত্যাহারের সুপারিশ
শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছার বন্যা, দুই প্রাক্তনের বার্তায় উত্তাল নেটদুনিয়া
যমুনা সেতু মহাসড়ক: ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাতে বেড়েছে যানবাহনের চাপ
মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২
স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী
সুন্দরবনে রেড অ্যালার্ট: ঈদের ছুটি বাতিল, শিকার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি
বাংলাদেশের জন্য চীন থেকে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি
বাংলাদেশের জন্য ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মাস্টারপ্ল্যান চাইলেন অধ্যাপক ইউনূস
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম ইকবাল
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড, সহজে মিলছে না বৃষ্টি
জেলা প্রশাসকদের প্রতি ১২ নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
জুমার নামাজের সময় শক্তিশালী ভূমিকম্প, মিয়ানমারে মসজিদ ধসে নিহত অন্তত ২০
ঈদে রাজধানীর নিরাপত্তায় ৪২৬ জন ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ
যমুনা সেতু মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তরের মানুষ (ভিডিও)
টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর-তরুণ
থাইল্যান্ডে ভূমিকম্প: মুহূর্তেই ধসে পড়ল নির্মাণাধীন বহুতল ভবন