ভ্যারিফাইয়েড অ্যাকাউন্টে বিলের বিষয়ে মাস্কের সঙ্গে আলাপ করতে পারেন এরদোয়ান
তুরষ্কের প্রেসিন্ডেন্ট রিজেপ তাইইপ এরদোয়ান বলেছেন, তিনি টুইটারের নতুন বস ইলন মাস্কের সঙ্গে ভ্যারিফাইয়েড চিহ্ন বহনের খরচ মাসে ৮ ডলার প্রদান পরিহার বিষয়ে পরামর্শ করতে পারেন।
গেল সপ্তাহে বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কেনার চুক্তিটি সম্পাদনের পর মার্কিন বিলিয়নিয়ার ও টেসলা বস ইলন মাস্ক একের পর এক খরচ কমানো ও আয় বাড়ানোর দিকে নজর দিয়েছেন।
তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কম্পানি তার ব্লু বা নীল সার্ভিস প্রদানের জন্য মাসে ৮ ডলার জনপ্রতি নেবে।
নিজের দেশে এটিভিতে প্রদান করা একটি সাক্ষাৎকারে তুরষ্কের প্রেসিডেন্ট এরদোয়ান ২ নভেম্বর বুধবার জানিয়েছেন, তিনি মাস্কের সঙ্গে কথা বলতে পারেন এবং এই ব্যয়ের বিষয়ে আলোচনা করতে পারেন।
‘আমাদের জন্য কাজটি কঠিন হতে পারে’ বলেছেন ২০১৪ সাল থেকে দেশটির রাষ্ট্রপতি।
তিনি কৌতুক করেছেন, ‘আমরা তার সঙ্গে কিছু কূটনীতিও পাশাপাশি নিয়ে যেতে পারি।’
একটি ব্লু চেক মার্ক একজন ব্যক্তির নামের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই অর্থ বহন করে, টুইটার নিশ্চিত করেছে এই অ্যাকাউন্টটি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের, তিনি তা দাবী করতে পারেন।
এখন বেশিরভাগ ব্লু চেক মার্ক অ্যাকাউন্ট বিনা খরচে প্রদান করে ব্যবহারকারীদের যোগাযোগ মাধ্যম টুইটার।
সর্বশেষ জরিপে যারা অংশ নিয়েছেন, তাদের ৮০ শতাংশ টুইটার ব্যবহারকারী বলেছেন, তারা এই চেক মার্কের জন্য কোনো পয়সা কড়ি দেবেন না।
অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকও এজন্য কোনো চার্জ নেয় না।
তবে মাত্র ১০ শতাংশ জরিপের টুইটার ব্যবহারকারী নিজে থেকে মাসে ৫ ডলার করে খরচ দিতে সম্মত হয়েছেন।
এর পরদিন বৃহস্পতিবার, ৩ নভেম্বর, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, ব্লু বা নীল চেক মার্কের ব্যবহারকারীদের উত্তর প্রদানের অগ্রাধিকারের ভিত্তিতে মার্কটি করা হতে পারে।
তারা সেখানে অন্যকে উদ্দেশ্য করে লিখবেন, সার্চ করবেন এবং পোস্ট করতে পারবেন বড় ভিডিও ও অডিও।
তারা মোট বিজ্ঞাপনের অর্ধেকও দেখতে পারবেন।
তিনি যারা পাস নেবেন তাদের তিনি পোস্টের প্রকাশক হিসেবে তাদের সঙ্গে কাজের আমন্ত্রণ জানিয়েছেন।