টুইটারের অধেক কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন ইলন মাস্ক
টুইটার ইনকরপোরেশনের মালিক ও সিইও ইলন মাস্ক প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩৭শ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছেন। ফলে বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির অধেক কর্মী চাকরিচ্যুত হবেন।
মাস্ক খরচ কমানোর জন্য তাদের বিদায়ের পরিকল্পনা করছেন, জানিয়েছে গতকালের ব্লুমবার্গ।
বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যমটিও মানুষের পরিচিত যোগাযোগ মাধ্যমের বিষয়ে তার এহেন কর্মের জন্য সমালোচনা করেছে।
তাদের খবরানুসারে, নতুন মালিক কর্মীদের আক্রান্ত করার সংবাদটি ৪ নভেম্বর প্রদান করবেন।
ব্লুমবার্গ আরো লিখেছে, মাস্ক সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমটির যেকোনো স্থান থেকে কাজ করার বর্তমান নীতির বিপরীত কার্যক্রমে যাবার মনস্থ করেছেন।
তিনি তাদের প্রতিষ্ঠানে থেকে কাজ করার জন্য নির্দেশ প্রদান করবেন।
যদিও কিছু ব্যতিক্রম থাকবে।
ইলন মাস্ক তার টুইটার অ্যাকাউন্ট থেকে নিউ ইয়র্ক টাইমসের একটি খবরকে অস্বীকার করেছেন। যেখানে বলা হয়েছে, ১ নভেম্বরের আগে তিনি কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলেন। এর কারণ ছিল, তাদের হিসেবে সেদিনের স্টক মার্কেটে খরচ প্রদানের ব্যর্থতাকে পাশ কাটানো।
এই বিষয়গুলোতে রয়টার্সের মন্তব্য করার অনুরোধে টুইটারের কেউ সাড়া দেননি।