মাইক্রোসফটের ‘সারফেস স্টুডিও ২+ ডেস্কটপ’
মাইক্রোসফটের ল্যাপটপের মতো নতুন ডেস্কটপ বাজারে এলো। এই কম্পিউটারটির দাম ৪ হাজার ২শ ৯৯ মার্কিন ডলার। এটি সমান্তরাল ডেস্কটপ কম্পিউটার। তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কম্পিউটার বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। এর আগে কয়েকটি ট্যাবলেট আকৃতির সমান্তরাল কম্পিউটার, ল্যাপটপ মডেলের কম্পিউটার এবং একটি স্টুডিও ২+ডেস্কটপ কম্পিউটার বাজারে নিয়ে এসেছেন।
নতুন এই কম্পিউটারটির তারা নাম দিয়েছেন ‘সারফেস স্টুডিও ২+’। এটি মোটে ২৮ ইঞ্চি। সবকিছুই আছে একটি কম্পিউটারে। তাতে আছে ইন্টেল কোর এইচ-৩৫ প্রসেসর, আগের ডেস্কটপগুলোর চেয়ে ৫০ ভাগ দ্রুতগতির সিপিইউ, আপডেট এনডিআইডিআইএ চিপ-এটি দ্রুতগতিতে গ্রাফিক্সের কাজ করবে। এই ডিভাইসে একটি আপডেট ডিসপ্লে আছে। ক্যামেরা আছে। কয়েকটি মাইক্রোফোন আছে, একটি ডিজিটাল কলমও আছে অন স্ক্রিন ড্রয়িংয়ের জন্য। কয়েকটি পোর্ট আছে। সেগুলোর মধ্যে ইউএসবি আছে থান্ডারবোল্ট ৪’সহ। কয়েক ধরণের কাজ করার সুবিধা আছে তার ডিসপ্লেতে, সেজন্য আছে নানা ধরণের অ্যাপস।
কম্পিউটারটি স্টুডিও ২+ থেকে শুরু হয়ে ডিজিটাল কলম ও কলম ছাড়া আছে। দাম রাখা হয়েছে ৪ হাজার ২শ ৯৯ ও ৪ হাজার ৪শ ৯৯ মার্কিন ডলার।
এর আগে ‘সারফেস স্টুডিও ২’ নামের কম্পিউটারটি তারা বাজারে এনেছেন ২০১৮ সালে। শুরুতে তখন দাম রাখা হয়েছিল ৩ হাজার ৪শ ৯৯ মার্কিন ডলার। এই দামের জন্য মাইক্রোসফটকে কিছু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
নতুন এই কম্পিউটারে দাম বাড়ানোর কারণ হিসেবে সিএনএন বিজনেসকে এই বছর মাইক্রোসফট বলেছিল, কয়েকটি নির্দিষ্ট উন্নতির জন্য দাম বাড়ানো হয়েছে। তার মধ্যে আছে নতুন প্রসেসর, একটি ওয়ান টিবি এসএসডি হার্ড ড্রাইভ। এটি দ্রুততর গতিতে ফাইল ট্রান্সফারের কাজ করবে। আরো আছে একটি উন্নত ১০৮০পি ক্যামেরা। আরো ফিচারগুলো তো আছেই।
তারা এই কম্পিউটার বাজারে আনবেন ঘোষণা করেছিলেন-মাউক্রোসফটের সারফেস লাইনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে। তখন আইপ্যাডে নেবার জন্য একটি ট্যাবলেট বাজারে এনেছেন।