বাউয়েট আইসিই ফেস্টে চ্যাম্পিয়ন ‘আনিয়ালেটর’, রানার-আপ ‘লেইজি ডেভ’
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাগাতিপাড়ায় ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় হয়েছে ‘দ্বিতীয় আইসিই ফেস্ট ২.০’।
বাউয়েট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস(আইসিটি) ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতাটি করেছে ‘ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই)' দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের বিভাগের ছাত্র, ছাত্রীরা। হয়েছে ‘প্রজেক্ট প্রদর্শনী’ বা ‘প্রজেক্ট শো কেসিং’। আয়োজনেও ছিলেন সবাই।
‘ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই)’ বিভাগের প্রধান ও আইসিটি ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. এম. রুবেল বাশার জানিয়েছেন, “শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মানসিক বুদ্ধিগত বিকাশ এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য আমাদের আইসিই বিভাগের তত্বাধানে বাউয়েট আইসিটি ক্লাব দ্বিতীয়বারের মত ‘আইসিই ফেস্ট ২.০ প্রতিযোগিতার আয়োজন করেছে।”
গতকাল ১২ অক্টোবর সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি।
দিন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে অনুষ্ঠিত হয়েছে।
‘টিম আনিয়ালেটর’ চ্যাম্পিয়ন হয়েছে ও ‘লেইজি ডেভ টিম’ রানার-আপ।
প্রধান হলে আয়োজিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক এম. মোস্তফা কামাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়েছেন আইসিই বিভাগের প্রধান ও আইসিটি ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. এম. রুবেল বাশার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাসহ উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, সব বিভাগের প্রধান, আইসিই বিভাগের অধ্যাপক, ছাত্র, ছাত্রী, আগ্রহী বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক এম. মোস্তফা কামাল প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করেছেন। বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ও শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টের প্রশংসা করেছেন। এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ দিয়েছেন।
লেখা ও ছবি : জনসংযোগ বিভাগ, বাউয়েট।
ওএফএস।