ইলন মাস্ক ও টুইটারের মামলা শুরু হবে ১৭ অক্টোবর
৪৪ বিলিয়ন মার্কিন ডলারের জটিল চুক্তির মাধ্যমে টুইটার কেনা বাতিল করে দেবার দিকে এগিয়েছেন ইলন মাস্ক।
এর বিপক্ষে প্রতিষ্ঠানটির করা মামলাটির বিচার শুরু হবে ১৭ অক্টোবর।
পাঁচদিন ধরে চলবে।
একজন ডেলাওয়্যার বিচারক রুল দিয়েছেন। এখানেই মামলাটি দায়ের করা হয়েছে।
বিচারক ক্যাথেলিন স্ট্রিট. জুড ম্যাককোরমিক মামলাটি দেখাশোনা করেছেন। তিনি আদেশটি জারি করেছেন বৃহস্পতিবার।
এর আগে তিনি টুইটারের পক্ষে রুল দিয়েছেন যে, মামলার কার্যবিবরণী ত্বরান্বিত হতে পারে ও আদালতে অক্টোবরে উঠতে পারে।
প্রথম থেকে মামলাটির শুরুর তারিখ নিয়ে দুই পক্ষই ক্রমাগত ঝগড়ায় লিপ্ত হয়েছে।
টুইটার উদ্যোগী হয়েছে ১০ অক্টোবর শুরু করতে।
মাস্কের আইনজীবীর দল মামলার বিচার ২০২৩ সালে শুরু করতে আবেদন করেছে।
টুইটারের আইনজীবী দল অবিলম্বে এই মামলার কার্যবিবরণী শুরু করতে আবেদন করেছে এই কারণে যে, তাতে তার ব্যবসা কম ক্ষতিগ্রস্থ হবে এবং তারা ২৪ অক্টোবরের মধ্যে চুক্তি নিরাপদে সম্পন্ন করতেও আবেদন জানিয়েছেন।
টুইটার মাস্কের বিপক্ষে এই মাসের শুরুতে দি ডেলাওয়্যার কোর্ট অব চান্সেরিতে মামলা দায়ের করেছে।
আদালতটি ডেলাওয়্যার নামের মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখানের একটি ছোট্ট অঙ্গরাজ্য, তাদের তিনটি প্রাতিষ্ঠানিক আদালতের অন্যতম।
মাস্ক চুক্তিটি বাতিল করতে চান বলার পর তাদের এই অন্যতম প্রচেষ্টা। কারণ, বিলিয়নিয়ার টেসলা সিইওকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনার নিয়মাবলী অনুসরণ করতে জোর করা।
মাস্কের আইনজীবী আগে অভিযোগে বর্ণনা করেছেন যে, টুইটার চুক্তিটির বহু বস্তুগত বন্দোবস্তের হানি ঘটানোর মধ্যে আছে।
এই চুক্তিতে প্রতিষ্ঠানটির কাছে প্ল্যাটফর্মটিতে যে তথ্যগুলো বুট ও স্পার্ম অ্যাকাউন্ট মূল্যায়নের জন্য চেয়েছিলেন মাস্ক, সেগুলো তারা আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা।
এরপর মাস্ক চুক্তি বাতিলের ইচ্ছার কথা জানিয়েছেন।
টুইটারের আইনগত দল আদালতে জানিয়েছে, মাস্ক চুক্তিটি বাতিল করতে চাওয়া নির্বল ও অন্যায়।
তারা এই আবেদনে আরো জানিয়েছেন, মাস্ক বুটগুলোকে এই চুক্তি থেকে বেরিয়ে যাবার জন্য একটি অজুহাত হিসেবে ব্যবহার করছেন। তিনি ক্রেতার দিক থেকে নির্মম আচরণে আছেন এখন।
এই অন্তবর্তীকালের মধ্যে চুক্তিটিকে নিয়মানুসারে বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছে টুইটার।
বৃহস্পতিবার আরো একদফা সামনের দিকে এগিয়ে তারা শেয়ার হোল্ডারদের প্রত্যেককে একটি করে চিঠি দিয়েছে।
একটি বিশেষ ভার্চুয়াল মিটিং করবে ১৩ সেপ্টেম্বর।
এই অর্ন্তভুক্তি চুক্তি বিষয়ে তাদের ভোট দেওয়ার জন্য।
ওএফএস।