ড. অরুণ কুমার বসাক ও খায়রুজ্জামান লিটন আসছেন রুয়েটে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞানের একমাত্র এমিরেটাস প্রফেসর অধ্যাপক ড. অরুণ কুমার বসাক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)’র ‘রোবোট্রনিক্স ২.০’ প্রতিযোগিতার সমাপনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই তথ্য জানিয়েছেন, প্রতিযোগিতাটির প্রধান আয়োজক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সজল কুমার দাস। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও সারা বিশ্বের তিনি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের পদার্থবিজ্ঞান শিক্ষক ও গবেষক।’
এমিরেটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের উপস্থিতি তারা সবাই অত্যন্ত খুশি। ড. সজল কুমার দাস জানিয়েছেন, ‘প্রতিযোগিতাটি নতুন মাত্রা লাভ করবে। বর্ষীয়ান এই অধ্যাপকের মাধ্যমে নানাভাবে আলোকিত হব আমরা। সৎ ও গুণী অধ্যাপক হিসেবে তার সুনাম সুবিদিত। তিনি নতুন ছাত্র, ছাত্রী, গবেষক ও অধ্যাপকদের নির্দিষ্টভাবে প্রভাব বিস্তার করবেন।’
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র-মুক্তিযুদ্ধের অন্যতম সেনাপতি ও শহীদ জাতীয় চার নেতার অন্যতম এ. এইচ. এম. কামরুজ্জামানের ছেলে প্রযুক্তিবান্ধব রাজশাহী গড়ার অন্যতম কারিগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনের প্রধান অতিথি।
রোবোট্রনিক্স ২.০ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিয়েছে নাবিল গ্রুপ। তারা বাংলাদেশের অন্যতম কৃষিভিত্তিক কম্পানি। উত্তরবঙ্গভিত্তিক প্রতিষ্ঠানটির এক হাজারেরও বেশি কর্মী আছেন এখন। এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।
প্রতিযোগিতার বিস্তারিত জানতে-http://robotronics.mteruet.com/index.html.