আরপি সাহা’য় ‘তৃতীয় সিএসসি ফেস্ট’ হচ্ছে
লেখা ও ছবি : আসিফ খান, জনসংযোগ কর্মকর্তা, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়
বিখ্যাত দানবীর, মায়ের নামে ‘কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা, ভারতেশ্বরী হোমসের জনক, একাত্তরে ছেলেসহ শহীদ আরপি সাহা (রণদা প্রসাদ সাহা)’র নামে নারায়ণগঞ্জের স্থায়ী ক্যাম্পাসে চালু হয়েছে বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়-‘রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়’।
৭টি বিভাগের বিশ্ববিদ্যালয়টিতে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসই।
আজ ১৪ জুন সকাল নয়টা থেকে দুই দিনের ‘তৃতীয় সিএসই ফেস্ট-২০২২’ শুরু হয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে, গর্বের সঙ্গে জানিয়েছেন জনসংযোগ অফিসার আসিফ খান।
আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে আইকিউ টেস্ট, গণিতের নানা মজার ও জরুরী সমস্যার উপস্থিত সমাধান, কম্পিউটারের প্রগ্রামিং ইত্যাদি প্রতিযোগিতার পুরস্কার প্রদানের উৎসবটিতে প্রধান অতিথি বাংলাদেশের খ্যাতনামা জুটি, বিজ্ঞান ও গণিত এবং অলিম্পিয়াডগুলোর জনক ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গী, বুয়েটের সিএসই বিভাগের অন্যতম শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
উদ্বোধন করে তিনি রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণম্যান্যদের নিয়ে, অংশগ্রহণকারীদের সঙ্গে পুরো বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করেছেন।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, রেজিস্টার অধ্যাপক ড. হীরেন্দ্রচন্দ্র সরকার ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. কিংকর প্রসাদ ঘোষ প্রমুখ অংশ নিয়েছেন।
এরপর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সবাইকে নিয়ে কেক কেটে ‘আরপি সাহা ইউনিভার্সিটি সিএসই ফেস্ট-২০২২’র উদ্বোধন করেছেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয়করণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বুয়েটের ড. কায়কোবাদ বলেছেন, ‘আমরা সবাই জানি, এই দেশের ছেলেমেয়েরা এখন সিএসই অনুষদের বিভাগগুলো থেকে পাশ করে সরাসরি অনলাইনে ও অফলাইনে পরীক্ষা দিয়ে বিদেশের নামী কম্পানিগুলোতে ভালো, ভালো চাকরি লাভ করছে। পুরো দেশের জন্য এ অত্যন্ত গৌরবের। এই দেশের ছেলেমেয়েরা খুব মেধাবী।’
তিনি উপস্থিত প্রতিযোগিদের বলেছেন, ‘আমরা জানি, তোমরা চেষ্টা করলেই অনেক ভালো করতে পারবে। সমস্যাগুলোর সমাধানের চিন্তা ও চেষ্টা থাকতে হবে। তবেই তো এগিয়ে যাওয়া সম্ভব।’
ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বাদে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মোট সাতটি কলেজের ছাত্রী এবং ছাত্রদের সিএসসি কার্নিভালে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার সাহা।
প্রথম দিন ১৪ জুন সকাল থেকে গণিতের প্রতিযোগিতা, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিযোগিতা এবং প্রগ্রামিংয়ের কনটেস্টও হয়েছে।
আরপি সাহা বিশ্ববিদ্যালয় সকল ছাত্র, ছাত্রী ও অভিভাবকদের খাবারের আয়োজন করেছে।
এই অলিম্পিয়াডে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
তাদের নিয়ে বাড়তি আয়োজন খেলাধুলার প্রতিযোগিতা থাকছে বলে জানিয়েছেন তারা।
আগামীকাল বিকেলে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিএসই ফেস্টের পুরস্কারগুলো প্রদান করা হবে।
এরপর ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অংশগ্রহণকারীদের নিয়ে নাচ, গান, অভিনয়, আবৃত্তির প্রতিযোগিতা এবং তাদের পুরস্কার দেওয়া হবে।
ওএস।