বছরের সেরা গেমিং ফোন রগ সিক্স আসছে ৫ জুলাই
গেমিং স্মার্টফোনের জগতে বহুল আলোচিত ও জনপ্রিয় আসুসের রগ ফোন। রগ এর পূর্ণ রূপ রিপাবলিক অব গেমারস। যেমন কথা তেমনই কাজ। যেন স্মার্টফোন নয়, বরং স্মার্টফোনের সুবিধাযুক্ত একটি প্লে স্টেশন। ২০১৮ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত ৫ বছরে ৫ সিরিজে মোট ৯ টি মডেল ছেড়েছে আসুস। একইসাথে ২০২২ সালেও পারফরম্যান্স ও গুণগত মাণের দিক থেকে নিজের নাম ডাক ধরে রেখেছে আসুসের রগ ফোন।
এরই ধারাবাহিকতায় আসছে জুলাই মাসে নতুন সিরিজের একাধিক মডেলের রগ ফোন বাজারে ছাড়তে যাচ্ছে আসুস। অর্থাৎ আসছে রগ ফোন সিক্স। এ উপলক্ষে আসুস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ইভেন্ট ঘোষণা করছে। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী ৫ জুলাই তারা তাইওয়ানের রাজধানী তাইপেই, জার্মানির রাজধানী বার্লিন এবং যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে একযোগে আসুস রগ ফোন সিক্স উন্মোচন করতে যাচ্ছে।
রগ গ্লোবালের এক টুইটার পোস্ট থেকে জানা গেছে রগ ফোন সিক্স এ চিপসেট হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক প্রসেসর এইট প্লাস জেন ওয়ান। অর্থাৎ কোয়ালকমের নতুন এই প্রসেসর ব্যবহার করা প্রথম গেমিং স্মার্টফোন হতে যাচ্ছে রগ সিক্স। অতএব বলা যায় বছরের সেরা গেমিং ফোন হতে যাচ্ছে এই স্মার্টফোন।
যদিও স্মার্টফোনটির বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি আসুস তবে প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে রগ ফোন সিক্স এ পরিবর্তন আসছে ক্যামেরা বাম্প ও পিছনের লুকে। কমতে যাচ্ছে ডিসপ্লের নচ এরিয়া। ব্যাবহার করা হতে পারে পপ আপ এয়ার ট্রিগার। ক্যামেরায় আসতে পারে পরিবর্তন। তবে ক্যামেরার সংখ্যা তিনটির বেশি না হওয়ার সম্ভাবনাই বেশি।
আসুস রগ ফোন সিক্স এ ব্যবহৃত কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসরটি ৩ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম।
যা-ই হোক, এ বিষয়ে যা জানা গেছে তার কোনো কিছুই নিশ্চিত নয়, কেবল প্রসেসর ছাড়া। নিশ্চিত হতে হলে আসুসের ঘোষণা আসতে হবে। ততদিন অপেক্ষার পালা।
/এএস