গুগল-ফেসবুক করের আওতায় আসবে, আয়কর রিটার্ন জমা দিতে হবে
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ফেসবুক-গুগল কর ও আইনের আওতায় আসতে হবে এবং তা ছাড়া ডিজিটাল কোম্পানির আয়ের বিবরণী জমা দেবারও প্রস্তাব করবেন।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।
তিনি বলেন, এসবের বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম আছে আগামী অর্থবছর থেকে এ ধরনের প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছর পর্যন্ত দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এটি আগামী অর্থবছর থেকে অর্থাৎ ১ জুলাই থেকে পরিবর্তিত হতে পারে।
অর্থমন্ত্রী জানান, ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এ ছাড়া প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ছাড় প্রত্যাহার করা হলে বাংলাদেশে কার্যালয় নেই কিন্তু সেবা দিয়ে আসছে এমন ডিজিটাল বহুজাতিক কোম্পানিগুলোকে আয়ের বিবরণী জমা দিতে হবে।
প্রসঙ্গত, প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বাজেটের বড় আকারের সঙ্গে সঙ্গে ঘাটতি বাজেটও এবার অনেক। অনুদান বাদে এই বাজেটের ঘাটতি ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই টাকা জিডিপির সাড়ে ৫ শতাংশের সমান।
অন্যদিকে, অনুদানসহ বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ৪০ শতাংশের সমান।
কেএম/এমএমএ/