বাজারে আসার আগেই পিক্সেল সিক্স এ এর আনবক্সিং ভিডিও লিক
গেল মাসে গুগল তাদের পিক্সেল সিক্স সিরিজের স্মার্টফোনের বিষয়ে বলেছিলো জুলাই মাসের ২৮ তারিখের আগে তাদের নতুন স্মার্টফোন পিক্সেল সিক্স এ বাজারে পাওয়া যাবে না। তাই টেক রিভিউয়াররা অপেক্ষায় আছেন কবে ফোনটি বাজারে আসবে আর কবে তারা ফার্স্ট ভিউ ইম্প্রেসন নেটিজেনদের জানাবেন।
কিন্তু ইতোমধ্যেই এক টিকটক ইউজার পিক্সেল সিক্স এ এর আনবক্সিং ভিডিও লিক করে দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, বক্স খুললেই দেখা মিলবে স্মার্টফোনটির। স্মার্টফোনটির ডিসপ্লের অংশ বক্সের ভিতরের দিকে রাখা। ফোনটি উঠিয়ে নিলে ভিতরে পাওয়া যাবে একটি টাইপ সি ক্যাবল ও টাইপ সি চার্জার। এবং বক্সের ভিতরে গুগলের টেনসর চিপসেটের ব্র্যান্ডিং করা থাকবে।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গুগল চাচ্ছে যে মানুষ তাদের সক্ষমতা সম্পর্কে জানুক এবং গুগলের এই নতুন স্মার্টফোন পিক্সেল সিক্স এ তে কি চিপসেট ব্যবহার করা হয়েছে সেটারও ব্র্যান্ডিং হোক।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব পাঁচ মিলিমিটার প্ল্যাটফরমের 'গুগল টেনসর' চিপসেট। আট কোরের এই প্রসেসরটি ২.৮ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম। সহায়ক হিসাবে থাকছে ৬ গিগাবাইট র্যাম। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে 'মালি জি ৭৮ এমপি ২০'। আরও থাকছে ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেমে। এই ফোনটি পাওয়া যাবে ৬/১২৮ ভ্যারিয়েন্টে।
ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চির ওএলইডি মনিটর। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪০০ (ফুল এইচডি)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি।
স্মার্টফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে ২টি ক্যামেরা দেওয়া হয়েছে। বরাবরের মতোই সেই চিরচেনা ক্যামেরা বাম্পার। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৭ অ্যাপারচারের ১২.২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৭ মিলিমিটার ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১৭ মিলিমিটার ও ১১৪ ডিগ্রি আল্ট্রাওয়াইড। আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৪ মিলিমিটার ওয়াইড।
সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার তবে থাকছেনা কোনো হেডফোন জ্যাক ও আলাদা মেমোরি কার্ড স্লট। ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেমের। প্লাস্টিক ব্যাকশেলের এই স্মার্টফোনটির ওজন ১৭৮ গ্রাম।
পিক্সেল সিক্স এ-কে সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৪৪১০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ইনভার্টেড ফিঙ্গারপ্রিন্ট।
পিক্সেল সিক্স এ পাওয়া যাবে খড়িমাটি, চারকোল ও কচুপাতা তিনটি রঙে।
স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩০ ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ৪২ হাজার টাকা।
জুলাই এর ২৮ তারিখ বাজারে আসার কথা থাকলেও ধারণা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই স্মার্টফোনটি বাজারে ছেড়ে দিবে গুগল। তবে এই ফোন বাংলাদেশে কখনোই অফিশিয়ালি আসবে না।
/এএস