ই-ক্যাব নির্বাচন ১৮ জুন

২০১৪ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) দেশের ই-কমার্স খাতের উন্নয়ন, সমস্যাগুলোর সমাধান ও অনালাইন ব্যবসায়ীদের কল্যাণে প্রতিষ্ঠিত হয়। এটি একটি জাতীয় ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম।
এখন তাদের সদস্য ১ হাজার ৭শটি প্রতিষ্ঠান।
ডাক বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘এ-টু-আই প্রকল্প’র সঙ্গে সারা দেশে ই-কর্মাসের পণ্যাদি পৌঁছে দেওয়ার জন্যও কাজ করেন তারা।
১৮ জুন হবে ই-ক্যাবের ২০২২-’২৪ দুই বছর মেয়াদের কাযনিবাহী কমিটি নিবাচন। তারা হবেন চতুর্থ কমিটি।
৯টি পদ আছে।
২১ এপ্রিল প্রকাশ করা হয় তাদের প্রাথমিক ভোটার তালিকা। রয়েছেন ৭শ ৯৫ জন ভোটার। তাদের চূড়ান্ত করে তালিকাটি আবার প্রকাশিত হয়েছে ১০ মে।
১৮ জুন ভোট গ্রহণ ও পদবণ্টন হবে।
২ জুলাই দায়িত্ব গ্রহণ করবে পরবর্তী কার্যনির্বাহী কমিটি।
ওএস।
