অ্যান্ড্রয়েড ১২ এর সাথে ওয়ালটনের বাজেট বস জিএইচ ইলেভেন
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ব বাজার ও গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও ফিচারের সমন্বয় করে স্মার্টফোন বানানোর চেষ্টা করছে তারা। সম্প্রতি ওয়ালটন ঘোষণা করেছে কম বাজেটের গ্রাহকদের চাহিদাকে গুরত্ব দিয়ে বাজারে নতুন বাজেট স্মার্টফোন ছাড়বে তারা। ওয়ালটন বলেছিলো নতুন এই স্মার্টফোনে তারা গ্রাহকের চাহিদার সব কিছুই রাখার চেষ্টা করা হবে।
এরই ধারাবাহিকতায় ওয়ালটন লঞ্চ করলো তাদের নতুন স্মার্টফোন জিএইচ ইলেভেন। এই প্রথম দেশের বাজারে কম বাজেটের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড টুয়েলভ ওএস প্রয়োগ করলো ওয়ালটন। স্মার্টফোনটিকে বাজেট বস নামে আখ্যায়িত করেছে তারা। ওয়ালটন জানিয়েছে শিগগিরই সারাদেশে ফোনটি সহজলভ্য হবে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের বারো মিলিমিটার প্ল্যাটফরমের 'হেলিও এ ২২' চিপসেট। আট কোরের এই প্রসেসরটি ২ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম। সহায়ক হিসাবে থাকছে ২ গিগাবাইট র্যাম। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে 'পাওয়ার ভিআর রগু জিই ৮৩০০'। আরও থাকছে ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধা। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড টুয়েলভ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই হিসাবে থাকবে সেই চিরচেনা গুগল স্টক ইউআই। এই ফোনটি পাওয়া যাবে ২/৩২ ভ্যারিয়েন্টে।
ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ৬.৫২ ইঞ্চির আইপিএস ইনসেল মনিটর। ডিসপ্লের রেজুলেশন ৭২০বাই১৬০০ (এইচডি প্লাস)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে ২.৫ ডি গ্লাস।
স্মার্টফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে ৩টি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। তবে সেকেন্ডারি ও তৃতীয় ক্যামেরার বিস্তারিত জানায়নি ওয়ালটন। সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ৫ মেগাপিক্সেল ইমেজ সেন্সর সাথে বিউটিফিকেশন অপটিমাইজেশন তো থাকছেই। ভিডিও করা যাবে ফুল এইচডি ফরম্যাটে।
সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার। দুটি সিমকার্ডের সঙ্গে আলাদা মেমোরি কার্ড স্লট থাকছে। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত। ফোনটি প্লাস্টিক ফ্রেমের এবং ওজন ১৯৬ গ্রাম। ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৪২০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। ফোনের নিরাপত্তায় ব্যাকশেলে ব্যবহার করা হয়েছে ইনভার্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটি পাওয়া যাবে সবুজ, নীল ও আকাশী তিনটি রঙয়ে।
ওয়ালটন এই স্মার্টফোনটিকে 'সামর্থ্যের মধ্যে একের ভিতর সব' হিসাবে বানানোর চেষ্টা করেছে। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা যে দৈনন্দিন ব্যবহারের জন্য এই স্মার্টফোনটি একজন ব্যবহারকারীকে যথেষ্ট সাপোর্ট দিবে। কারণ ২০২২ সালে হেলিও এ ২২ টিপসেট আর ২ জিবি র্যাম প্রাত্যহিক সফটওয়্যার পরিচালনা করতে যথেষ্ট নয়। ওয়ালটন বলছে এই স্মার্টফোনটি মূলত সেই সকল গ্রাহকদের কথা মাথায় রেখে বানানো হয়েছে যেসকল গ্রাহকের বাজেট কম কিন্তু একটি স্মার্টফোনের সকল ফিচারই তাদের প্রয়োজন হয়।
ওয়ালটন তাদের জিএইচ ইলেভেনের দাম নির্ধারণ করেছে ৯ হাজার ৯৯ টাকা।
/এএস