রিয়েলমি নাইন প্রো প্লাস ফ্রি ফায়ার এডিশন অবশেষে বাজারে
চলতি বছরের শুরুর দিকে গুজব উঠে যে অনলাইন গেমিং জগতের অন্যতম বহুল জনপ্রিয় ভিডিও গেম ফ্রি ফায়ারের ব্র্যান্ডিং করে বাজারে ফোন আনতে যাচ্ছে রিয়েলমি। এ সম্পর্কিত বেশ কিছু ছবি ও ব্লুপ্রিন্টও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেট দুনিয়ায়। যদিও আনুষ্ঠানিকভাবে তখন কিছুই জানায়নি চায়নার বিখ্যাত ইলেক্ট্রনিক্স জায়ান্ট বিবিকে ইলেক্ট্রনিক্স-এর অঙ্গপ্রতিষ্ঠান রিয়েলমি। কিন্তু অবশেষে সেই গুজব সত্যি প্রমাণিত হল। গেল ১২ এপ্রিল থাইল্যান্ডে লঞ্চ হলো রিয়েলমি নাইন প্রো প্লাস ফ্রি ফায়ার লিমিটেড এডিশন। অর্থাৎ রিয়েলমি এই স্মার্টফোনটি বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দিল।
রিয়েলমি দাবি করেছে বাজারে থাকা গেমিং ফোনগুলোর সাথে টক্কর দিতে এটি তাদের নতুন হাতিয়ার। তারা বলছে যেখানে অন্য সব গেমিং ফোনগুলোর দাম বলতে গেলে সামর্থ্যের বাহিরে সেখানে তারা আন্তর্জাতিক বাজারে এই ফোন ছাড়বে ব্যবহারকারীদের সামর্থ্যের কথা মাথায় রেখেই। রিয়েলমি জানিয়েছে খুব শিগগিরই আন্তর্জাতিক বাজার থেকে স্মার্টফোনটি কেনা যাবে।
ফোনটির ডিজাইন করা হয়েছে অনলাইন ভিডিও গেম ফ্রি ফায়ার কে কেন্দ্র করে। এবং ফোনটির বাজারজাতকরণের প্যাকেজিংয়েও থাকবে ফ্রি ফায়ারের ফিচার থিম। স্মার্টফোনটির কেবল গ্রাফিক্স, ডিজাইন ও বক্সেই পরিবর্তন আনা হয়েছে, নতুবা এর বাকি সব ফিচার ও সরঞ্জামাদি অন্য নাইন প্রো প্লাসের মতই থাকছে। আর বরাবরের মতই গেমিং ফোনের নতুন ট্রেন্ডে এই স্মার্টফোনটিতেও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডেডিকেটেড গেমিং প্রসেসর ডাইমেনসিটি এডিশনের চিপসেট। বাজার অনুযায়ী চিন্তা করলে রিয়েলমি গেমিং ফোন বিভাগে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। তবে এবারও তারা ফোনের ব্যাটারিতে কৃপণতা দেখিয়েছে। কিন্তু গেমারদের কাছে দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রাধান্য অনেক বেশি। এখন দেখার বিষয় বাস্তবে ফোনটি কতটা কর্মক্ষমতা দেখাতে পারে।
স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডেডিকেটেড গেমিং পারফরম্যান্সার ডাইমেনসিটি এডিশনের ছয় মিলিমিটার প্ল্যাটফরমের '৯২০' চিপসেট। আট কোরের এই প্রসেসরটি ২.৫ গিগাহার্জ পর্যন্ত স্পিড আপ করতে সক্ষম। সহায়ক হিসাবে থাকছে ৮ গিগাবাইট র্যাম। গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে মালি জি ৬৮ এমসি ৪। আরও থাকছে ১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা। ফোনটি চলবে অ্যান্ড্রোয়েড টুয়েলভ অপারেটিং সিস্টেমে আর ইউজার ইন্টারফেস বা ইউআই থাকছে রিয়েলমি ইউআই ৩। এই ফোনটি পাওয়া যাবে ৮/১২৮ ও ৮/২৫৬ দুটি ভ্যারিয়েন্টে।
ডিসপ্লে হিসাবে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড মনিটর যা ৯০ হার্জ রিফ্রেশ রেটে অপারেট করা যাবে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০বাই২৪০০ (ফুল এইচডি)। ডিসপ্লের সুরক্ষায় স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ।
স্মার্টফোনটির পিছনের ক্যামেরা প্যানেলে ৩টি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৪ মিলিমিটার ওয়াইড। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.২ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ১৬ মিলিমিটার ও ১১৯ ডিগ্রি আল্ট্রাওয়াইড। তৃতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে ২.৪ অ্যাপারচারের ২ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ম্যাক্রো। আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে ২.৪ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর যার লেন্স ২৭ মিলিমিটার ওয়াইড।
সাউন্ড সিস্টেম হিসাবে থাকছে স্টেরিও স্পিকার। থাকছে না আলাদা মেমোরি কার্ড স্লট। ফোনটি প্লাস্টিক ফ্রেমের। ব্যাকশেলটি গ্লাসের এবং ওজন ১৮২ গ্রাম। ফোনটি সচল রাখতে ব্যবহার করা হয়েছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম পলি ব্যাটারি। ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। ফোনের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ইনভার্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির বক্সে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে ফ্রি ফায়ার গেমে ব্যবহৃত ছুরিটির মত দেখতে একটি সিম কার্ড ইজেক্টর পিন।
এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে এই স্মার্টফোনটি কেবল গেমিং এর জন্য নয়। এটি একটি ব্যালেন্সড ফোন যা প্রাত্যহিক কাজকর্মের পাশাপাশি টুকটাক হেভি ইউজ আর গেমিংয়ে মোটামুটি মানের পারফরম্যান্স দিবে। অর্থাৎ ফোনের ডিজাইন, লুক, ফিচার সব মিলিয়ে এটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন বানানোর চেষ্টা করেছে রিয়েলমি।
রিয়েলমি নাইন প্রো প্লাস ফ্রি ফায়ার এডিশন-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার টাকা। বাংলাদেশে যেহেতু রিয়েলমির প্রায় সব গেমিং ফোনই অফিসিয়ালি পাওয়া যায় তাই ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে সহজলভ্য হওয়া মাত্রই এই স্মার্টফোনটি বাংলাদেশেও পাওয়া যাবে। তবে থাইল্যান্ড থেকে পাওয়া তথ্যানুসারে এখন পর্যন্ত ফোনটির একটি ভ্যারিয়েন্টেরই নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। তবে ফোনটি আরও একাধিক ভ্যারিয়েন্টেও বাজারে ছাড়া হতে পারে বলে জানিয়েছে রিয়েলমি।
/এএস