দেড় যুগ পর সেরা দশের বাইরে নাদাল
চোটের সঙ্গে লড়াইয়ে কোর্টের বাইরে বেশি সময় কাটছে রাফায়েল নাদালের। তারই প্রভাব পড়েছে এটিপি র্যাঙ্কিংয়ে। দীর্ঘ দেড় যুগ পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে ছিটকে গেছেন এই স্প্যানিয়ার্ড।
গত বছর ইন্ডিয়ান ওলেয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন নাদাল। চোটের কারণে শিরোপা ধরে রাখার মিশনে ছিলেন না তিনি। ফলস্বরূপ র্যাঙ্কিংয়ে হারিয়েছেন ৬০০। তাতে চার ধাপ অবনমনে তালিকার ১৩তম স্থানে রয়েছেন নাদাল, যিনি সেরা দশে ছিলেন রেকর্ড ৯১২ সপ্তাহে।
নাদালকে সবশেষ দেখা গেছে অস্ট্রেলিয়ান ওপেনে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে দ্বিতীয় রাউন্ডে বিদায় নেন এই স্প্যানিয়ার্ড। ওই ম্যাচেই চোট বাধান তিনি, যা এখনো তাকে কোর্টে বাইরে রেখেছে। তবে অচিরেই লড়াইয়ে ফিরছেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক। আগামী মাসে মঞ্চস্থ হওয়া মন্টে কার্লো মাস্টার্সের খেলবেন তিনি।
এদিকে ক্যালিফোর্নিয়ায় নাদালের অনুপস্থিতিতে শিরোপা উল্লাস করেছেন কার্লোস আলকারাজ। তাতে র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন নাদালের স্বদেশি।
আরএ/