সাকিবের আরেকটি বিশ্ব রেকর্ড
বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা সর্বজনবিদিত। এইতো নিউজিল্যান্ড সফরে দলে থাকার পরও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়ে যাচ্ছেন না। অথচ তাতে কি তার অর্জন কিছু থেমে আছে?
দলের ফলাফল যা-ই হোক না কেন, সাকিবের ব্যক্তিগত মাইলফলক অর্জন থেমে নেই। বুধবার (৮ ডিসেম্বর) পাকিস্তানের বিপক্ষে মান বাঁচানোর টেস্টে তিনি ৬৩ রান করে ম্যাচকে শেষ বিকেল পর্যন্ত নিয়ে গেছেন।
এই ইনিংস খেলার পথে সাকিব টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি অর্জনের মাধ্যমে তিনি ২০০ উইকেট ও চার হাজার রান করার ক্ষেত্রে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন। ২০০ উইকেট তিনি আগেই নিয়েছিলেন। বর্তমানে তার টেস্ট উইকেট ২১৫টি।
সাকিব এই মাইলফলক এই অর্জন করেন ৫৯ টেস্টে। তার সামনে ছিলেন ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম। তিনি করেছিলেন ৬৯ টেস্টে। ২০০ উইকেট ও ৩০০০ রান করার ক্ষেত্রেও সাকিব পেছনে ফেলেছিলেন বোথামকে। এটি তিনি অর্জন করেছিলেন ২০১৮ সালে। সাকিব ও বোথামের সাথে এই ক্লাবে আরও আছেন স্যার গ্যারি সোবার্স, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভিটোরি।
এমপি/এসএ/