দুই হোম ভেন্যুতে স্বাগতিকদের হার

প্রিমিয়ার লিগ ফুটবলে রাজশাহী ও গোপালগঞ্জের ভেন্যুতে হেরেছে স্বাগতিকরা। রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও গোপালগঞ্জ স্বাধীনতা ক্রীড়া সংঘের হোম ভেন্যু। দুই দলই হেরেছে একই ব্যবধানে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) মুক্তিযোদ্ধা উত্তরা বারিধারার কাছে এবং স্বাধীনতা সংঘ চট্টগ্রাম আবাহনীর কাছে হেরেছে ২-১ গোলে।
বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টিকারী স্বাধীনতা সংঘ নিজেদের আর ফিরে পাচ্ছে না। চার ম্যাচে এটি ছিল তাদের দ্বিতীয় হার। পয়েন্ট ৪। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। আগের দুই ম্যাচে আবাহনী ড্র করেছিল।
রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন থ্যাঙ্কগড। প্রথমার্ধে বন্দর নগরীর ক্লাবটি এই এক গোলেই এগিয়ে ছিল। দ্বিতীয় গোল তারা পায় ৭১মিনিটে। আফগান মিডফিল্ডার অমিদ পাপালজাই গোল করে আবাহনীকে ২-০ গোলে এগিয়ে নেন। ৭৯ মিনিটে জাহেদুল আলম গোল করে ব্যবধান কমান (২-১)। ৮৫তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর উইলিয়াম এনকুলুলেকু দ্বিতীয়বার হলুদকার্ড দেখে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের আবাহনীকে পেয়েও বাকি সময় এর সদ্বব্যবহার করতে পারেনি স্বাধীনতা সংঘ।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সব কটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে আরিফের গোলে উত্তরা বারিধারা এগিয়ে যায়। ৭ মিনিট পর সুজন গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে মুক্তিযোদ্ধার পক্ষে একটি গোল পরিশোধ করেন জাপানি সোমা ওতানি। লিগে উত্তরা বারিধারার এটি ছিল প্রথম জয়। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। চতুর্থ রাউন্ডে শেষে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আবাহনী লিমিটেড।
আগামী দুই দিন বিরতির পর ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পঞ্চম রাউন্ডের খেলা।
এমপি/এসআইএইচ
