সাকিবের বিজ্ঞাপন শুটিং ইস্যুতে বরিশালকে কারণ দর্শানো নোটিশ

পেটের পীড়ার কারণ দেখিয়ে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। আর এ বিষয়টি প্রকাশ্যে এলে শাস্তি পেতে হলো দলকে। এ ঘটনায় তার দল ফরচুন বরিশালকে কারণ দর্শাতে বলেছে বিসিবি।
শুক্রবার( ১৮ ফেব্রুয়ারি) রাতে ফাইনাল ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেন, ‘যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটায় ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের। বিসিবির অধীনে আমরা কোনো ছাড় দেইনি। এরই মধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’
তিনি আরোও বলেন, ‘সে বাইরে গেল কীভাবে? আমরা ফ্র্যাঞ্চাজিদের নির্দেশনা দিয়েছিলাম কীভাবে এবারের সবকিছু মেইন্টেন করতে হবে। যেহেতু এটা ভাঙা হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে। টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে এখন যা করার করবে।’
উল্লেখ্য, বিপিএল ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন অনুষ্ঠান ছিল। এদিন দুই ফাইনালিস্ট অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত থাকার কথা ছিল। তবে সাকিবের বদলে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান। পরে বরিশালের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, পেটের পীড়ার কারণে তার ভালো লাগছে না, এই জন্য তিনি আসেননি।
এসআইএইচ
