ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

বিপিএল ফাইনালে টস পর্ব
ইমরুল কায়েস কী কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হ্যাটট্রিক শিরোপা এনে দেবেন, নাকি সাকিব আল হাসান ফরচুন বরিশালকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাইয়ে দেবেন- এ রকম লক্ষকে সামনে রেখে দুই অধিনায়ক টস করতে নামেন। যেখানে মুদ্রা নিক্ষেপনে হেসেছেন ইমরুল কায়েস। নিয়েছেন ব্যাটিং করার সিদ্ধান্ত। সর্বশেষ খেলা একাদশে কুমিল্লা কোনো পরিবর্তন না আনলেও বরিশাল এনেছে একটি পরিবর্তন। জিয়াউর রহমানের পরিবর্তে সৈকত আলীকে নেওয়া হয়েছে সেরা একাদশে।
বঙ্গবন্ধু বিপিএলে দুই দলের এটি হবে চতুর্থ সাক্ষাৎ। আগের তিনবারের মাঝে দুইবার জিতেছে বরিশাল, একবার কুমিল্লা। লিগ পর্বে প্রথমে কুমিল্লা ৬৩ রানে বরিশালকে হারিয়েছিল। পরেরবার বরিশাল জয়ী হয়েছিল ৩২ রানে। এরপর প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ১০ রানে জয়ী হয়ে উঠেছিল ফাইনালে। পরে কুমিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৯ উইকেটে হারিয়ে উঠে আসে শিরোপার শেষ মঞ্চে।
ফরচুন বরিশাল একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয় ডুয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডু প্লেসি, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারাইন, শহিদুল ইসলাম, মোস্তাফিজুরর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।
এমপি/আরএ/
