বাংলাদেশি জন্মসনদ পাচ্ছেন কানাডিয়ান তারকা সামিত সোম, মাঠে অভিষেক জুনে!

সামিত সোম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আরেক প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারের অভিষেকের সম্ভাবনা জোরালো হয়েছে। কানাডিয়ান জাতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার সামিত সোম এখন লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে আগ্রহী। তার এই আগ্রহকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হৃদয়ে বাংলাদেশের টান থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সামিত। তার এই ইচ্ছার পরই বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে ফেডারেশন। এরই অংশ হিসেবে গত ১৩ এপ্রিল তার জন্মসনদের জন্য আবেদন করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুর দিকেই তৈরি হয়ে যাবে তার জন্মসনদ।
বাফুফের একটি সূত্র জানিয়েছে, সামনের ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিতকে দলে দেখতে চায় তারা। সেই লক্ষ্যেই চলছে দৌড়ঝাঁপ। দ্রুততম সময়ের মধ্যেই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও শেষ করার পরিকল্পনা রয়েছে।
জন্মসনদ হাতে পেলেই শুরু হবে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। এ বিষয়ে কানাডায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে বাফুফে। জাতীয় ক্রীড়া পরিষদও জানিয়েছে, প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দিতে তারা প্রস্তুত।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বায়োমেট্রিক দিতে হলেও শুধু পরিচয় দিলেই কাজ হয়ে যাবে। আমাদের দূতাবাস এ বিষয়ে সাপোর্ট করবে।’ তিনি আরও যোগ করেন, প্রয়োজনে তারা আরও সক্রিয়ভাবে সহায়তা দেবে।
এই উদ্যোগের মধ্য দিয়ে প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে আনার ক্ষেত্রে একটি বড় ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে এখনো প্রোপার স্কাউটিং সিস্টেমের অভাব থাকায় অনেক প্রতিভাবান প্রবাসী ক্রীড়াবিদ অনন্বেষিতই থেকে যাচ্ছেন। এ জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে ক্রীড়ামহল।
