মোস্তাফিজের ঠিকানা দিল্লি

আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না ফ্রাঞ্চাইজিদের মাঝে। ২ কোটি রূপিতে দারুণ ফর্মে থাকা সাকিবকে কেউ-ই কিনতে আগ্রহ দেখাননি। সাকিব দল না পেলেও মোস্তাফিজ দল পেয়েছেন। তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটাল। কিন্তু তাকে নিতে আর কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। ফলে ভিত্তি মূল্য ২ কোটিতেই তাকে পেয়ে যায় দিল্লি। তবুওতো মোস্তাফিজ দল পেয়েছেন। নিলামে থাকা বাংলাদেশের অপর দিন ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলামকে এখনো নিলামে তোলা হয়নি। তাদের সবার ভিত্তি মূল্য ৫০ লাখ রূপি।
আইপিএলে মোস্তাফিজের এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দরুবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে। গত মৌসুমে তিনি রাজস্থানে খেলে ১৪ ম্যাচে উইকেট পেয়েছিলেন ১৪টি। তার সেরা বোলিং ছিল ২০ রানে ৩ উইকেট।
এমপি/
