মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'উত্তপ্ত' বৈঠকের পর পরিকল্পিত যৌথ সংবাদ সম্মেলন না করেই হোয়াইট হাউস ত্যাগ করেছেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাকৃতিক সম্পদ নিয়ে চুক্তিতে সইও করেননি।
ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিখ এক্স-পোস্টে লিখেছেন, ট্রাম্প জেলেনস্কিকে বের করে দিয়েছেন- তিনি নিজে থেকে চলে যাননি।
এই সাংবাদিক হোয়াইট হাউসে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজনের বরাতে দাবি করেছেন, ইউক্রেনীয় প্রতিনিধি দল 'পুনরায় আলোচনা সেট করার জন্য' অনুরোধ করছে। তবে (সেক্রেটারি অফ স্টেট) রুবিও এবং (জাতীয় সুরক্ষা উপদেষ্টা) ওয়াল্টজ তাদের জানিয়েছেন, জেলেনস্কিকে (হোয়াইট হাউসের মাঠ) ছেড়ে চলে যেতে হবে।
জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের মধ্যে বৈঠকটি দ্রুত একটি প্রকাশ্য 'বৈরী তর্ক-বিতর্কে' পরিণত হয়েছিল। এ সময় মার্কিন রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনায় 'অকৃতজ্ঞতা এবং অনিচ্ছার' জন্য অভিযুক্ত করেন।
ইউক্রেনের বিরল প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারণাটি প্রাথমিকভাবে জেলেনস্কিই উত্থাপন করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট এই মাসের শুরুতে প্রস্তাবটি গ্রহণ করেন। আশা করা হয়েছিল, দুই নেতা শুক্রবার বৈঠকে চুক্তিতে সই করবেন। তবে শুক্রবার হোয়াইট হাউসে 'অগ্নিগর্ভ বাক্যবিনিময়ের' পর দৃশ্যত চুক্তিটি ঝুলে গেল।
বৈঠকটি তিক্ত হয়ে ওঠে যখন ট্রাম্প জেলেনস্কিকে বলেন যে, তাকে রাশিয়ার সাথে শান্তি আলোচনা করতে হবে। এরপর ইউক্রেনীয় নেতা এর বিরুদ্ধে জোরালো মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা উচিত।
এ সময় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি 'যথেষ্ট সম্মান ও কৃতজ্ঞতা' দেখাতে ব্যর্থ হয়েছেন বলে ট্রাম্প মন্তব্য করলে জেডি ভ্যান্সও তর্কে যোগ দেন।