আবার প্রিমিয়ার হকি লিগে ঊষা
এক ম্যাচ হাতে রেখেই গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র ৭ বছর পর আবার প্রিমিয়ার হকি লিগে ফিরে এসেছে।
জিতলেই চ্যাম্পিয়ন-এমন সমীকরণে রবিবার (২ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি ঢাকা ইউনাইটেডের মুখোমুখি হয় ঊষা ক্রীড়া চক্র। ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে ঊষা।
দলটির ভারতীয় রিক্রট ইশরাত ইখতিদারের হ্যাটট্রিকে এই জয় তারা। এ ছাড়া, ঊষার হয়ে দেবাশীষ কুমার রায় জোড়া গোল করেন এবং বাগাত সিং ডিলন ও হাবিব হোসেন একটি করে গোল করেন। ঢাকা ইউনাইটেডের হয়ে ম্যাচে একটি গোল শোধ দেন তাওহিদ।
খেলার ১০তম মিনিটে বাগাত সিংয়ের গোলে এগিয়ে যায় ঊষা (১-০)। এক মিনিট পর ইশরাত ইখতিদারের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে থাকা ঊষাকে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ করতে সমর্থ হলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আটকে রাখতে পারেনি।
খেলার ৩৪তম মিনিটে দেবাশীষ কুমারের গোলে ৩-০ তে এগিয়ে যায় ঊষা। খেলার ৪০তম ও ৪১তম মিনিটে টানা দুই গোলে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-০)। ৪৪তম মিনিটে দেবাশীষ কুমারের গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০- তে। খেলার ৫০তম মিনিটে তাওহিদের গোলে ব্যবধান ৬-১ গোলে নামিয়ে আনে হকি ঢাকা।
৫৫তম মিনিটে হাবিব হোসেন ঊষার পক্ষে সপ্তম গোল করে (৭-০) হকি ঢাকা ইউনাইটেডের কফিনে হারের শেষ পেরেকটি ঠুকে দেন।
১১ দল নিয়ে এবারের প্রথম বিভাগ লিগ শুরু হয়। লিগে প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলে। লিগে নিজেদের ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে টাইটেল নিশ্চিত করল ঊষা। আর নিজেদের ৮ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে রয়েছে হকি ঢাকা ইউনাইটেড।
এমপি/এমএমএ/