আজ খেলবেন মিরাজ
অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুইটি ওয়ানডে থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সুস্থ হয়ে উঠাতে আজ সিরিজের শেষ ম্যাচে আবার মাঠে নামবেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠাতে গতকাল (২২ মার্চ) তিনি দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন।
মেহেদি হাসান মিরাজ ইনুজরিতে পড়েছিলেন প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন অনুশীলনের সময়। ফুটবল খেলতে গিয়ে হাসান মাহমুদের একটি শট তার মুখে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মুখে হাত দিয়ে মটিতে লুটিয়ে পড়েন। স্টেডিয়ামে প্রথামিক শুশ্রুষা শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায়, বল তার মুখে লেগে চোখে আঘাত করাতে চোখে রক্ত জমাট বাঁধে। তাই তাকে আর প্রথম দুইটি ম্যাচে নামানো হয়নি।
ক্রমেই জাতীয় দলে অপরিহার্য হয়ে উঠা মেহেদি হাসান মিরাজ এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলে রান করেছেন ৭৭৫। একটি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে দুইটি। উইকেট পেয়েছেন ৮৪টি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব, তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছিল ৩৩৮ রানের বিশাল সংগ্রহ। যা তখনও পর্যন্ত বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ ১৮৩ রানের রেকর্ড ব্যবধানে জয় পায়।
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের ৬০ বলে ১০০, শান্তর ৭৩ এবং লিটনের ৭০ রানের ওপর ভর করে ৩৪৯ রানের নিজেদের রেকর্ড সংগ্রহ করে টাইগাররা। এরপরই নামে বৃষ্টি। ম্যাচটি হয় পরিত্যক্ত।
আজকের ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকছে না। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।
এমপি/আরএ/