কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা তিনবার শিরোপা জিতে অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ‘প্রথমেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়াতে অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয় কাবাডি দলকে। আমার জান মতে, এখানে তিনটি অর্জন রয়েছে বাংলাদেশের। প্রথমত, আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয়ত, হাংজু এশিয়ান গেমসে কোয়ালিফাই করেছে। তৃতীয়ত, বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ।
এমন একটি অর্জন ছিনিয়ে আনায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতিসহ অন্যদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় দলের কাবাডি খেলোয়াড়দের দেখা করার প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গতবার চ্যাম্পিয়ন হওযার পর উনারা চেষ্টা করছিলন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেটা হয়তো হয়নি।
তবে মঙ্গলবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনালে। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জাতীয় কাবাডি দলের খেলোযাড়দের দেখা করার বিষয়টি জানাব। প্রধানমন্ত্রী সব সময়েই পৃষ্ঠপোষকতা করেন জাতির পিতার ঘোষিত জাতীয় খেলা কাবাডিকে।’
এমপি/এমএমএ/