ইংল্যান্ড অস্ট্রেলিয়ার হোবার্ট টেস্ট তিন দিনেই শেষ
সব ভাল যার শেষ ভাল তার। অ্যাশেজে অস্ট্রেলিয়ার শেষটাও ভাল হল। হোবার্টে ইংল্যান্ডকে ১৪৬ রানে হারিয়ে ৪-০ তে অ্যাশেজ সিরিজ জিতলো প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। পুরো সিরিজে আধিপত্য দেখানো অজিরা হোবার্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১২৪ রানে গুঁটিয়ে দিয়ে তিন দিনেই ম্যাচ ও সিরিজ জিতে নিল।
প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও চার উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক ক্যাপ্টেন কামিন্স। দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে অল আউট হলেও, প্রথম ইনিংসে ১১৫ রানের বড় লিড থাকায় হোবার্টে অজিদের জয়টা সহজই হল। কাজে এল না ইংল্যান্ডের পেসার মার্ক উডের ৩৭ রান দিয়ে ৬ উইকেটের স্পেলটা। হোবার্টে ম্যাচের তৃতীয় দিনে পড়ল মোট ১৭টি উইকেট। অস্ট্রেলিয়ার ৭টি ও ইংল্যান্ডের ১০টি।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৭০ রান তাড়া করতে নেমে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৮২ রান। কিন্তু এরপর কামিন্স- বোল্যান্ড-গ্রিনদের তোপে ইংল্যান্ড ৪২ রানের মধ্যে শেষ ৯টা উইকেট হারিয়ে বসে। এতে লজ্জার সফর শেষে ৪-০তে হেরে দেশে ফিরছেন জো রুটরা।
ব্রিসবেনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জয়ী ৯ উইকেটে, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয়ী ২৭৫ রানে। মেলবোর্নে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয়ী ১ ইনিংস ও ১৪ রানে, সিডনির চতুর্থ টেস্টে ড্র। হোবার্টের পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়া জয়ী ১৪৬ রানে। সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড।
/এএস