কোয়ালিফায়ার-১ খেলার লক্ষে টস হেরে বোলিংয়ে সিলেট
বিপিএলের নবম আসরে চমক সিলেট স্ট্রাইকার্স। আসরের শুরু থেকেই আছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। কোনো দলই তাদের একটিবারের জন্যেও টলাতে পারেনি। একবার মাত্র ফরচুন বরিশাল সিলেটের সমান পয়েন্ট পেয়েছিল। কিন্তু নেট রান রেটে সিলেট নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছিল।
একই ভাবে ১১ ম্যাচ শেষে তাদের সমান ১৬ পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও। কিন্তু এখানেও নেট রান রেটে সিলেট সবার উপরে। লিগ পর্বে একেবারে শেষ পর্যায়ে এসে তাদের সেই অবস্থা কিছুটা হলেও ঝুঁকির মুখে পড়েছে। আজ তারা জয়ী হলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখবে। কিন্তু তা নিশ্চিত হবে না কারণ কুমিল্লা যদি তাদের শেষ ম্যাচ রংপুরের বিপক্ষে জয়ী হয়, তখন দুই দলের পয়েন্ট আবার সমান থাকবে। বিবেচনায় আসবে তখন নেট রান রেট।
সিলেট শীর্ষ স্থান ধরে রাখতে পারবে কি না তা আগামীর জন্য বরাদ্দ থাকলেও তাদের লক্ষ্য আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদর কাজটা সেরে রাখা। আজ জিততে পারলে তাদের কোয়ালিফায়ার-১ খেলা নিশ্চিত হবে। লক্ষ্য পূরণে সিলেট টস জিততে পারেনি। অগত্যা প্রতিপক্ষের সিদ্ধান্তে নামতে হচ্ছে বোলিং করতে।
আজকের ম্যাচে সিলেটের একাদশে দুইটি পরিবর্তন ছিল অত্যাবশাকীয়। এই দুই পরিবর্তন ছিল মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ফিরে আসাতে। তাদের জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে টম মুরিস ও মোহাম্মদ ইরফানকে। কিন্তু সেখানে পরিবর্তন হয়েছে আরও তিনটি। ফিরেছেন কাপ্তান মাশরাফি। তার সঙ্গে ফিরেছেন তানজিম হাসান সাকিব। খেলার সুযোগ পেয়েছেন প্রথমবারের মত আফগানিস্তানের গুলবাদিন নাইব। একাদশের বাইরে রাখা হয়েছেনা বিল সামাদ, রেজাউর রহমান রাজা ও থিসারা পেরেরাকে।
খুলনার সেরা একাদশে খেলছেন না তামিম ইকবাল, মার্ক ডিয়াল ও শফিকুল ইসলাম। তাদের পরিবর্তে খেলছেন মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।
সিলেট স্ট্রাইকার্স: মাশারাফি (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, রায়ান বার্ল, রুবেল হোসেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, গুলবাদিন নাইব ও তানজিম হাসান সাকিব
খুলনা টাইগার্স: সাই হোপ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, সাব্বির রহমান এন্ড্র্রু বালবির্নি, ম্যাকরিন, হাসান মুরাদ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহামেদ সাইফউদ্দিন।
এমপি/আরএ/