আল নাসেরে গোলের খাতা খুললেন রোনালদো
অবশেষে অপেক্ষা ঘুচল ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসেরে গোলের খাতা খুললেন পর্তুগিজ যুবরাজ। তবে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে তিনি গোল পেলেও জয় পায়নি তার দল। সৌদি প্রো লিগে আল ফাতেহের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রুডি গার্সিয়ার দল।
গত মাসে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হয় রোনালদোর। যেখানে নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন সিআর-সেভেন। সেটাও ম্যাচের ইনজুরি টাইমে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল নাসেরকে সমতাসূচক গোল উপহার দেন রিয়াল মাদ্রিদের সাবেক মহানায়ক।
আগের দুই ম্যাচ আল ইত্তিফাক এবং আল ইত্তিহাদের বিপক্ষে খেলেন পর্তুগিজ যুবরাজ। দুই লড়াইয়ে গোল না পেলেও মেজাজ হারাননি। তবে আল ফাতেহের বিপক্ষে গোল না পাওয়ার আগ পর্যন্ত কয়েকবার রোনালদো তার হতাশা প্রকাশ করেন। যেমনটা দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডে।
আল ফাতেহের বিপক্ষে দ্বাদশ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসের। গোল করেন ক্রিশ্চিয়ান টেলো। রোনালদো প্রথমার্ধেই দলকে সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু সেই গোল বাতিল হয় অফসাইডে। অ্যান্ডারসন টালিস্কার শট পোস্টে প্রতিহত হওয়ার পর গর্জে উঠেন তিনি এবং শূন্যে হাত ছুঁড়েন পাস না পেয়ে।
প্রথমার্ধে রোনালদোর হতাশা আরও বাড়ায় পোস্ট। তার শট ফিরে আসে গোলবারে আঘাত হেনে। তবে টালিস্কার স্ট্রাইকে সমতায় ফিরেই বিরতিতে গিয়েছিল আল নাসের এবং দ্বিতীয়ার্ধে ক্রমশই রোনালদোর বিরক্তির পরিমাণ আরও বাড়তে থাকে।
এরই মধ্যে ৫৮ মিনিটে সোফিয়ানি গোলে ফের পিছিয়ে পড়ে আল নাসের। দেরিতে হলেও ম্যাচের অন্তিম মূহূর্তে সফল পেনাল্টি শটে সমতায় ফেরান রোনালদো এবং তার চোখে-মুখে স্পষ্ট ছিল গোল পাওয়ার স্বস্তি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, সৌদি লিগে আমার প্রথম গোল করতে পেরে খুশি এবং একটি খুব কঠিন একটি গুরুত্বপূর্ণ ড্রয়ে পুরো দলের প্রচেষ্টা ছিল।’
আরএ/