শততম টেস্ট ক্রিকেটার নাঈমের অভিষেক
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক
মাউন্ট মঙ্গানুইয়ের পুনরাবৃত্তি, না অন্য কোন ঘটনা ঘটবে ক্রাইস্টচার্চে- সেই লক্ষ্যকে সামনে রেখে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চের সবুজ গালিচায় যে কোনো দলনেতাই টস জিতে ফিল্ডিংকেই বেছে নেন। এখানেও তার ব্যত্তয় ঘটেনি। এখন দেখার বিষয় ক্রাইস্টচার্চের হেগলি ওভালের সবুজ গালিচায় পেসাররা কতোটুকু ফায়দা নিতে পারেন। আর ব্যাটসম্যানরা নিজেদের রক্ষা করে আক্রমণ সামাল দিতে পারবেন কি না? মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়ে পুরো ফায়দা তুলে নিয়েছিল। পরে টেস্টের বাকি সব দিন রাজত্ব করে ৮ উইকেটে জয়ের মুকুট পরে মাঠ ছেড়ে পঞ্চম দিন মধ্যাহৃভোজ করতে গিয়েছিলেন মুমিনুল বাহিনী। যা ছিল নিউ জিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়।
এই টেস্টে বাংলাদেশ দুইটি পরিবর্তন নিয়ে সেরা একাদশ সাজিয়েছে। সেই পরিবর্তন অবশ্য ইচ্ছের বিরুদ্ধেই। প্রথম টেস্টে ২২৮ বলে ৭৮ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে সর্বত্র প্রশংসা কুড়িয়েছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চতুর্থ দিন তিনি ইনজুরিতে পড়ে সিরিজ থেকেই ছিটকে পড়েন। হাতের আঙ্গুলে দিতে হয়েছিল তিনটি সেলাই। যে কারণে দ্বিতীয় টেস্টে তার পরিবর্তে নতুন করে একজনের সুযোগ পাওয়াছিল অবধারিত। সেই সুযোগটি পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হিসেবে তার অভিষেক হলো।
অপর পরিবর্তনটি হয়েছে একেবারে শেষ মুহুর্তে। কুচকির ইনজুরির কারণে শেষমুহুর্তে ছিটকে পড়েন মুশফিকুর রহিম। তার জন্য আজ সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কিন্তু ফিট না হওয়াতে তার পরিবর্তে সুযোগ দেয়া হয় নুরুল হাসান সোহানকে। তিনি মূলত উইকেটকিপার ব্যাটসম্যান। তবে উইকেটের পেছনে বেশ দক্ষ হলেও ব্যাটহাতে আবার মুশফিকুর রহিমের মতো নয়।
এদিকে নাঈমের যাত্রার দিনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন নিউ জিল্যান্ডর অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। এটি হবে তার ১১২তম টেস্ট। অপরদিকে নিউ জিল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। স্পিনার রাচিন রবিন্দ্র এর পরিবর্তে খেলবেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার মিচেল। এর ফলে নিউ জিল্যান্ডের সেরা একাদশে কোনো স্পিনার নেই। পাঁচ পেসার নিয়ে খেলবে তারা।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত,নুরুল হাসান সোহান, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
এমপি/এএস