জাতীয় ফুটবল দলের নতুন কোচ স্পেনের কাবরেরা
বাংলাদেশ স্প্যানিশ ফুটবলের প্রচুর সমর্থক আছেন। এল ক্লাসিকো ম্যাচে রাত জেগে খেলা দেখা সমর্থকদের সংখ্যা নেহাতেই কম নয়। মেসি-রোনালোদ দুই দলে খেলার সময় উত্তেজনার পারদ ছিল খুব বেশি। এবার সেই স্পের্নে একজনকে দেখা যাবে ঢাকার ফুটবলে। না, তিনি কোনো ফুটবলার নন। কোচ। নাম হ্যাভিয়ার কাবরেরা। বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ। আগামী এক বছর জামাল ভুইয়াদের তিনি তামিল দেবেন। আজ বাফুফের জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি।
কাবরেরা বাংলাদেশের ২৩তম কোচ হলেও তিনিই কিন্তু প্রথম স্প্যানিশ কোচ নন। তার আগে জাতীয় দলকে তামিল দিয়েছিলেন গঞ্জালো মোরেনো ও কিছুদিন আগে জেমি ডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর কিছদিন দায়িত্ব পালন করা অস্কার ব্রুজোন। অস্কার বুজোনের পর খন্ডকালীন দায়িত্ব পালন করেছিলেন মারিও লামোস। ব্রুজোন বসুন্ধরা কিংসের এবং লামাস আবাহনী ক্লাবের কোচ।
নতুন কোচ বয়সে তরুন। বয়স মাত্র ৩৭। এবারই প্রথম তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার পূর্বের অভিজ্ঞতা স্পেনের একাডেমি পর্যায়ে। লা লিগার ক্লাব দেপোতির্ভো আলাভেসের একাডেমির দায়িত্বে ছিলেন ২০২০ সাল থেকে। তিনি উয়েফার ‘প্রো’ লাইসেন্সধারী কোচ।
নতুন কোচের মিশন শুরু হবে জানুয়ারিতেই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে। জানুয়ারির ২৪ ও ২৭ তারিখ ইন্দোনেশিয়ার বালিতে এই দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। কাবরেরা তার কাজ শুরু করবেন ১৫ অথবা ১৬ জানুয়ারি থেকে। তিনি ঢাকা আসবেন আগামী সপ্তাহে।
এমপি/