খেলার জন্য প্রস্তুত রোহিত
অনুশীলনে ডান হাতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তাতে আগামীকাল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল ভারত। সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন রোহিত।
বুধবার (৯ নভেম্বর) ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, খেলার জন্য প্রস্তুত তিনি।
মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন রোহিত। তাকে বল করছিলেন থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু রাঘবেন্দ্র। তার ছোড়া একটি বল আঘাত করে ভারতীয় অধিনায়কের হাতে। আঘাত পাওয়ার পর বেশ কিছু সময় ডান হাতে আইস প্যাক বেঁধে বসে ছিলেন রোহিত।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তের ভিডিওতে তাকে যন্ত্রণায় হাঁসফাঁস করতে দেখা যায়। আইস ট্রিটমেন্ট নেওয়ার কিছু সময় পর মাঠ ছাড়েন রোহিত। কিছুক্ষণ পর অবশ্য নেট অনুশীলনে ফেরেন এই ডানহাতি ব্যাটার। তখন রঘু বেশ ধীর গতিতে বল করেন তাকে। রোহিতও ব্যাট চালান হালকা মেজাজে।
আজ সংবাদ সম্মেলনে চোটের কথা জিজ্ঞেস করতেই ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি গতকাল আঘাত পেয়েছিলাম, কিন্তু এখন ভালো আছি। আঘাতপ্রাপ্ত স্থানে কালশিটে দাগ পড়েছিল তবে এখন ঠিক আছে।’
আরএ/