জয়ের জন্যই খেলবেন তাসকিন
নিউ জিল্যান্ডের বিপক্ষে এক জয়েই বাংলাদেশের ক্রিকেটারদের পায়ের তলার মাটি অনেক শক্ত হয়ে গেছে। যে নিউ জিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচে ছিল না কোনো জয়। হার মেনে নিয়েই খেলতে নামত। এবারও জয়ের আগে টেস্ট ম্যাচ বাঁচানোই ছিল প্রধান লক্ষ্য। যে দল চারজন বোলার নিয়ে সেরা একাদশ সাজায়, তারা আর যাই হোক অন্তত টেস্ট জয়ের কথা মাথায় রাখে না। চার বোলারের বিপরীতে আট জনের লম্বা ব্যাাটং লাইন। অথচ বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে।
তিন কাঠির খেলা ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, তা-ই আরেকবার বাংলাদেশ দল প্রমাণ করে দেখিয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮ উইকেটে জিতে। এখন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পোকা ঢুকে গেছে মাথায়।
আগামীকাল ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টও জিততে চায় বাংলাদেশ। নিউ জিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন পেসার তাসকিন। তিনি বলেন, ‘আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
তাসিকেনর কথা যদি বাস্তবে মিলে যায়, তাহলে তা হবে এক অভূতপূর্ব ঘটনা। নিউ জিল্যান্ড হবে হোয়াইটওয়াশ! প্রথম টেস্ট জয়ের পর প্রথম সিরিজ জয়। তাও আবার হোয়াইটওয়াশ করে! এটা ভাবতে গেলেও শরীর শিউরে উঠবে; কিন্তু দুরন্ত দুর্বার বাংলাদেশের ক্রিকেটাররা এখন আর কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করেন না।
ক্রাইস্টচার্চ টেস্ট না জিতেও বাংলাদেশ দল আবার সিরিজ জিততে পারে। সে ক্ষেত্রে ড্র করতে হবে। তখন ১-০ ব্যবধানে জিতবে সিরিজ।
প্রথম টেস্ট জেতার পরদিনই বাংলাদেশ চলে আসে ক্রাইস্টচার্চ। এখানেই বাংলাদেশ প্রথম ঘাঁটি গেড়েছিল নিউ জিল্যান্ডে এসে। করেছিল কোয়ারেন্টিন। এবার দ্বিতীয় দফা আসার পর আজকেই ভালোভাবে অনুশীলন করতে পেরেছে। গতকাল (শুক্রবার) অনুশীলন ভালোভাবে করতে পারেনি বৃষ্টির বাঁধার কারণে।
জিম অনুশীলন ভালো হয়েছিল বলে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আর আবহাওয়া একটু আলাদা। ঠান্ডা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি, এডজাস্ট করেছি আলল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী। কাল আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। ওভার অল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে।’
এমপি/এসএ/