ম্যাচটি জিততে চেয়েছিলেন শান্ত
বাংলাদেশ যেভাবে শুরু করেছিল তাতে করে রান ১২৭-এ না থেমে আর অনেক দূর যাওয়ার কথা ছিল। ১০ ওভারে ১ উইকেটে ৭০ রান। সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২৭। চলতি আসরে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ফিফটি তুলে নেয়া ওপেনার নাজমুল হোসেন শান্ত মনে করেন এই উইকেটে ১৪০ বা ১৫০ রানের মতো ছিল।
তিনি বলেন, ‘আমার মনে হয় উইকেটটা আজকে ১৪০ বা ১৫০ রান ওরকমই ছিল। আমরা বুঝতিছিলাম যে আমার শেষ করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যেটা আমি করতে পারিনি। ওই জন্য একটু আফসোস লাগছে। বাট তারপরেও আমি বলব যে শেষেরদিকে যে ব্যাটসম্যান ছিল, তারা আরেকটু যদি আমরা ভাল করতে পারতো, তাহলে আরো প্রতিযোগিতামূলক ম্যাচ হতো। তিনি মনে করেন আজ দল হিসেবে তারা ভালো করতে খেলতে পারেননি।’
তিনি বলে, ‘পুরা দল হিসেবে ভালো খেলিনি। আর যে দুটি ম্যাচ জিতছি ওগুলো আমরা পুরা দল হিসেবে ভালো খেলছি। লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডার বা ওপেনার মানে এটা সবারই দায়িত্ব যে ভাল করা। আমরা দল হিসেবে হয়তো আজকের ম্যাচটা ভালো করতে পারিনি।’
বাংলাদেশ-পাকিস্তান দুই দলেরই সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল ‘যদি’ নির্ভর। সেখানে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে দুই দলের সব ‘যদি’ উঠে যায়। রাস্তা হয়ে উঠে উন্মুক্ত। জিতলেই সেমিতে। কিন্তু নাজমুল হোসেন শান্ত জানান তারা সেভাবে বিষয় দেখেননি।
তিনি বলেন, ‘আমরা ওরকম কিছু চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ। প্রত্যেক ম্যাচে আমরা যেরকম প্ল্যান করে এসেছি, সেম প্লান করেও আজকে নেমেছি। আলাদা কোনো কিছুই করিনি। সবাই ম্যাচটা জিততে চেয়েছে জানিয়ে নাজমুণ হোসেন শান্ত বলেন, ‘সবাই জিততে চেয়েছে। টিম ম্যানেজমেন্ট থেকেও সবাই চেয়েছে ।পুরো গ্রুপ যে কয়জনই এখানে ছিল, সবাই আমরা জিততে চেয়েছি। এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিলাম। এবং সবাই ১০০ ভাগ চেষ্টা করেছে। দুর্ভাগ্য, হয়নি। আমার মনে হয় মন থেকেই ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছে।’
সাকিব আউট হওয়ার পরপরই শান্ত আউট হয়ে যান। তিনি যখন আউট হন, তখন বাংলাদেশের রান বাড়ানোর সময় ছিল। কিন্তু তিনি আউট হওয়ার পর আর সেভাবে কেউ হাল ধরে রান বাড়িয়ে নিতে পারেননি।
সাকিবের এ রকম আউট কি তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছিল? জানতে চাওয়া হলে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না অবশ্যই সাকিব ভাই তো আমাদের দলের অনেক বড় খেলোয়াড়। সব সময় ইমপ্যাক্টফুল ইনিংস খেলে এবং ভালো হয় আমাদের দলের জন্য। পরে যারা ব্যাটসম্যান ছিল তারাও কিন্তু অনেক ক্যাপাবল এবং তারাও অতীতে ভালো করেছে। সো ওই আউট নিয়ে আমরা খুব বেশি ফোকাস ছিলাম না। আউট অন্যভাবে হতে পারত। ওটা নিয়ে চিন্তিত ছিলাম না, আমরা সবাই বিশ্বাস করি টিমে যতগুলো ব্যাটসম্যান আছে সবাই ক্যাপাবল এবং যেকোনো অবস্থায় ব্যাটিং করার।’
এমপি/এমএমএ/