বৃষ্টির কারণে মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম: সাকিব
ভারতের ছয় উইকেটে করা ১৮৪ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে বাংলাদেশ সাঁড়াশি অভিযান শুরু করেছিল। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে যে সমস্যা আজ লিটন দাসের ব্যাটিং দেখে তা ভুলেও কারও মনে হয়নি। কী চমৎকার দৃষ্টিনন্দন ইনিংস।
ভারতের যেকোনো বোলারকে লিটন পিটিয়ে কখনো সীমানা গড়িয়ে কখনো সীমানার উপর দিয়ে বল পার করেছেন। একুশ বলে তুলে নেন ফিফটি ব্যাটিং পাওয়ার প্লেতে রান আসে কোনো উইকেট না হারিয়ে ৬০। লিটনের ব্যাটিংয়ের কাছে অপর প্রান্তে নাজমুল হোসেন শান্ত নামে আরেকজন ওপেনার যে ছিলেন তা মনেই হয়নি। ব্যাটিং পাওয়ার প্লেতে লিটনের রান ৫৬, নাজমুলের ৪। লিটন দাস যখন শাট রান করে আউট হন তখন নাজমুল রান ছিল মাত্র ৭ বল খেলেছিলেন নাজমুল তখন ১৬টি লিটনের এরকম উন্মাতাল ব্যাটিংয়ে ভারতের ১৮৪ রান তখন বাংলাদেশ হাতে নাগালের কাছে পাওয়ার পথে এগোচ্ছিল।
কিন্তু বৃষ্টি এসে সেখানে ছন্দপতন ঘটায় বৃষ্টির পর আবার যখন খেলা শুরু হয় প্রথম ওভারে লিটন রান আউট হয়ে যান খেলা শেষে অধিনায়ক সাকিব আল হাসান বৃষ্টির কারণে তাদের মোমেন্টাম হারিয়ে গিয়েছিল।
সাকিব বলেন, ‘ক্লোজ ম্যাচ হলে আপনি অনেক কিছুই পিক করতে পারেন অনেকগুলো মেমেন্টাম তৈরি হয। লিটন যেভাবে ব্যাটিং করছিল ওর রান আউটটা খুবই ক্রশিয়াল ছিল। বৃষ্টিতে খেলা যখন বন্ধ হয়ে যায় ওই মোমেন্টামটা আমরা হারিয়ে ফেলি। বৃষ্টিটা তো আর আমাদের হাতে নেই। ওটা মেনে নিয়েই আমাদের খেলতে হয়। আপনি যদি দেখেন লাস্ট নয় ওভারে আমাদের ৮৫ রান দরকার ছিল। হাতে ছিল পুরো ১০ উইকেট। এ রকম অবস্থায় সব দলই করতে পারে। আনফরচুনেটলি আমরা পারিনি। যদিও খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম কিন্তু তা প্রয়োজনের তুলনায় কম ছিল।’
ম্যাচ হারের কারণে সাকিবের মাঝে কোনো আফসোস নেই বরং তিনি খুশি ভারতের সঙ্গে লড়াইটা জমজমাট হয়েছে। বিশেষ করে আইসিসির ইভেন্টে।
তিনি বলেন, ‘আমি আফসোস বলতে চাই না, ভারতের সঙ্গে আমরা যখনই খেলছি বিশেষ করে বিশ্বকাপের ম্যাচগুলোতে খুব ক্লোজ যাচ্ছে মজার ব্যাপার। বেশ একটা ভালো ম্যাচ হয় এবং দুই দলই চেষ্টা করে জিততে। আমরা খুব কাছাকাছি যাচ্ছি কিন্তু আশা করি রেজাল্টাই দিকটা পরিবর্তন করতে পারবো ভবিষ্যতে। আমার কাছে মনে হয় এই দলটা যদি একসঙ্গে খেলতে পারে, কিংবা আরও যারা আছে তাদের এই বিশ্বাসটা আস্তে আস্তে তৈরি হবে যে আমরা এত কাছে যেতে পারলে আরেকটু কেন পারব না।’
এমপি/এমএমএ/