সিডনিতে প্রোটিয়াদের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ পাকিস্তানের
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নাই পাকিস্তানের। এরপরও তাকিয়ে থাকতে হবে গ্রুপ টুয়ের অন্যান্য ম্যাচগুলোর দিকে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনিতে পাকিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ৬ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে বাবর আজমরা। গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
চার ম্যাচে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। সেখানে তিন ম্যাচে দুই হার ও এক জয়ে দুই পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান পঞ্চম।
খাদের কিনারায় থাকা পাকিস্তানকে চেপে ধরতে প্রস্তুত প্রোটিয়া শিবির। ভঙ্গুর আত্মবিশ্বাসে আঘাত হানতে চান দক্ষিন আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিতে নাম লেখাবে দক্ষিণ আফ্রিকা।
ভয়ঙ্কর পেস আক্রমণ এবং ফর্মে থাকা ব্যাটিং লাইনআপ নিয়ে এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজেদের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে গ্রুপ ২ থেকে নিজেদের তিন ম্যাচের দুটিতেই জয়ী হয়েছে প্রোটিয়ারা। এর মধ্যে ভারতের বিপক্ষেও জয় রয়েছে। একটি ম্যাচ ভেসে গেছে বৃস্টিতে।
কালকের ম্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটার মিলার বলেন, ‘আমার মতে (পাকিস্তানকে) চেপে ধরার এটিই ভালো সুযোগ। এই খেলাটি আত্মবিশ্বাসের এবং আমার মনে হয় তারা যেভাবে চেয়েছিল সম্ভবত সেভাবে পারফর্ম করতে পারেনি। তবে তাদের বিশ্বমানের খেলোয়াড়রা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং ম্যাচটি চ্যালেঞ্জিং করে তুলবে।’
অন্যদিকে, ভারতের কাছে হেরে যাওয়ার ঘটনা থেকে পাকিস্তান এখনো বেরিয়ে আসতে পেরেছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাক পেসার নাসিম শাহ বলেছেন, ‘না, আমি তেমনটা মনে করি না, কারণ দলের সবাই পেশাদার এবং সবাই নিজেদের সম্পর্কে জানে। আমরা ভারতের কাছে হেরেছি, তবে আমি মনে করি না সবাই এটি নিয়ে খুব বেশি ভাবছে। কারণ, পেশাদাররা কখনো অতীতের পরাজয় নিয়ে খুব একটা মাথা ঘামায় না।’
এমএমএ/