বিসিএল ওয়ানডের প্রথম দিনই মুখোমুখি তামিম-সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে সফল ওয়ানডে ক্রিকেটে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আসর বলতে শুধুমাত্র প্রিমিয়ার ক্রিকেট লিগ। আবাহনী-মোহামেডানের অংশ গ্রহণে এর উত্তাপই আলাদা। কিন্তু সেই প্রিমিয়ার লিগও এখনো অবহেলিত। শীতের খেলা গিয়ে ঠেকেছে বর্ষায়। গত মৌসুমে ওয়ানডে ক্রিকেটের পরিবর্তে হয়েছে টি-টোয়েন্টি আসর। এ নিয়ে ঢাকাপ্রকাশের উদ্বোধনী সংখ্যায় একটি তথ্যবহুল রিপোর্ট প্রকাশিত হয়েছিল ‘বিদেশে সফল ঘরে অবহেলিত ওয়ানডে ক্রিকেট’ শিরোনামে। এই নিউজের পর বিসিবির টনক নড়ে। বিষয়টি অনুধাবন করতে পেরে তারা ঘরোয়া আসরে ওয়ানডে টুর্নামেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিসিএলের ওয়ানডে সংস্করণ। আর প্রথম দিনই মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। সাকিবের দল ওয়ালটন মধ্যাঞ্চল। তামিমের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। একই দিন মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল।
প্রথম শ্রেণির আসর বিসিএল সাধারণত চারদিনেই হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম ওয়ানডে সংস্করণ চালু করতে যাচ্ছে বিসিবি। বিসিএলের চার দলই খেলবে এই আসরে। এখানে বাড়তি আকষর্ণ সাকিব-তামিম-মাহমুদউল্লাহদের অংশগ্রহণ। প্রথম শ্রেণির আসরে এরা খেলেননি।
ওয়ানডে সংস্করণের প্রথম এই আসর বসবে ঢাকার বাইরে সিলেটে। টুর্নামেন্ট কমিটির খসড়া সূচি করেছে। সিঙ্গেল লিগের এই আসরে প্রতিদিন দুইটি করে খেলা। ৯ তারিখ শুরা হওয়ার পর ১১ জানুয়ারি দক্ষিণাঞ্চল- পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল-উত্তরাঞ্চল। ১৩ জানুয়ারি দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চল-উত্তরাঞ্চলের খেলা দিয়ে শেষ হবে লিগ পর্ব। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে ফাইনালে। ফাইনালেল ভেন্যু বিসিবি এখনো চুড়ান্ত করেনি।
এমপি/এসআইএইচ