বাংলাদেশকে এক ধাপ পিছিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের দাপুটে জয়ের সুফল বেশি দিন টিকে থাকল না। কারণ একদিন পেরোতেই টাইগারদের এক ধাপ পিছিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত হয়। এই টেস্টে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশি বোলাররা। পরে মুমিনুলরা স্কোর বোর্ডে তোলেন ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে ব্ল্যাক ক্যাপসরা দ্বিতীয় ইনিংস শুরু করলেও টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি। ফলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। এতে ৪০ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও ৮ উইকেটে দুর্দান্ত জয় তোলে নেয় টাইগাররা। এর মধ্যে দিয়ে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পয়েন্ট পায় মুমিনুলরা। সেইসঙ্গে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছিল তারা । কিন্তু এই উন্নতি বেশি দিন বহাল থাকল না প্রোটিয়াদের জন্য।
বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ছয়ে নেমে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের জায়গায় (পাঁচ নম্বর) উঠে আসে দক্ষিণ আফ্রিকা।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শতভাগ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে আছে শ্রীলঙ্কা। শতভাগ জয়ে তাদের পয়েন্ট ২৪।
অন্যদিকে ভারতের পয়েন্ট(৫৩) সবচেয়ে বেশি থাকার পরও শতাংশ ব্যবধানে পাকিস্তানের থেকে পিছিয়ে রয়েছে। ফলে পাকিস্তান তিন নম্বরে। তাদের জয় ৭৫ শতাংশ ও ভারতের জয় ৫৫.২১ শতাংশ।
এসআইএইচ