বাংলাদেশের জয় থেকে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পাবে: টেলর
নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেট জয় পেয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই জয়ে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার রস টেলর।
শুক্রবার সংবাদমাধ্যমকে টেলর বলেন, ‘এই জয় থেকে ওরা (বাংলাদেশের ক্রিকেটার) অনেক আত্মবিশ্বাস পাবে। শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’
তিনি আরো বলেন, ‘নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই আমরা হতাশ যে, তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় স্রেফ উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’
মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশি বোলাররা। পরে মুমিনুলরা স্কোর বোর্ডে তোলেন ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে ব্ল্যাক ক্যাপসরা দ্বিতীয় ইনিংস শুরু করলেও টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেননি। ফলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় তারা। এতে ৪০ রানের টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারালেও স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দলপতি মুমিনুল ও মুশফিকুর রহিম।