অ্যাশেজ সিরিজে হার, ক্ষমা চাইলেন গাইলস
দুই ম্যাচ বাকী থাকতেই যাচ্ছেতাইভাবে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হেরে বসেছে ইংল্যান্ড। এজন্য ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে গাইলস।
এ বিষয়ে সিডনিতে সাংবাদমাধ্যমকে গাইলস বলেন, ‘এখন এই অবস্থায় আমি এই অ্যাশেজ সিরিজ হারার দায়িত্ব নিচ্ছি। অবশ্যই আমরা সবাই তাই করি এবং আমরা ক্ষমা চাইতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি জানি অনেক আবেগ থাকবে, অনেক রাগ থাকবে কিভাবে আমরা এটা হারিয়েছি। কিন্তু আমরা জানি এটা সহজ জায়গা নয়। গত ৩৪ বছরে আমরা এখানে এসেছি এবং কেবল একবার জিতেছি।’
এদিকে সিরিজ হারের জন্য কোচিং স্টাফ বরখাস্তকে কোনো সমাধান হিসেবে দেখছেন এই বোর্ড কর্মকর্তা। বরং তিনি বলেন, ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ার কারণ তদন্ত করা হবে।
সিরিজ হার নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে গাইলস বলেন, ‘আমরা এই সফর নিয়ে আলোচনা করব এবং আলোচনার টেবিলে একটি সম্পূর্ণ পর্যালোচনা হবে। আমাদের টম (ইসিবির প্রধান নির্বাহি) এর মাধ্যমে বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।’
২০২১ সালে ১৫ টেস্টে মাত্র ৪টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। সঙ্গে ২টি ড্র ও ৯টি হার। অ্যাশেজে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ৯ উইকেটে, দ্বিতীয়টি ২৭৫ রানে এবং তৃতীয়টি ইনিংস ও ১৪ রানে হারে রুট-স্টোকসরা।
এসআইএইচ