প্রতিপক্ষের ভুলে ফাইনালের পথে চেলসি
প্রতিপক্ষের দুটি ভুলে লিগ কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল চেলসি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
বুধবার (৫ জানুয়ারি) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগে মাঠে নামে দুই দল। তবে ম্যাচ শুরু হওয়ার ষষ্ঠ মিনিটেই প্রতিপক্ষের ভুলটাকে কাজে লাগান চেলসির মার্কোস আলোনসো। টটেনহ্যামের ডিফেন্ডার জাফে তাংগাংগার দুর্বল পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের দিকে বল বাড়ান তিনি। এ সময় হার্ভাটজের শট টটেনহ্যাম ডিফেন্ডার দাভিনসন সানচেসের পায়ে লেগে তাদের জালেই বল জড়ায়।
এরপর ৩৪তম মিনিটে তাংগাংগার আরেকটি ভুলে আত্মঘাতী গোল হজম করে টটেনহ্যাম। হাকিম জিয়াশের ফ্রি-কিক টটেনহ্যাম ডিফেন্ডার ডেভিসের গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়।
এরপর আর কোনো গোল না হলেও ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় টমাস টুখেলের দল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের ফ্রি-কিক ঠেকান গোলরক্ষক কেপা আরিসাবালাগা। এরপর ৬৬তম মিনিটে টিমো ভেরনারের নেওয়া শট ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।
ফিনিশিংয়ে দুর্বলতার কারণে বাকি সময়ে গোলের দেখা পায়নি চেলসি। তারপরও প্রতিপক্ষের ভুলে শেষ পর্যন্ত মুখে হাসি নিয়ে মাঠ ছাঁড়ে তারা।
এসআইএইচ