সাকিবের দলে খেলবেন জিমি
রাসেল মাহমুদ জিমি যখন হকির তারকা, তখনো সাকিব আল হাসানকে কেউ চিনতেন না। বিকেএসপিতে পড়ছেন আর খেলছেন। জিমিও বিকেএসপির ছাত্র। সাকিবের সিনিয়র। পরবর্তী সময়ে নাম-যশ-খ্যাতিতে সাকিবকে জিমিকে ছাড়িয়ে যান। বলা যায় দুই জন দুই ভুবনের তারকা। সেই দুই তারকা এবার এক ছাতার নিচে। প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগে সাকিবের দলে খেলবেন জিমি।
সাকিবের দল মোনাক মার্ট পদ্মার আইকন ক্রিকেটার হিসেবে জিমিকে দলে ভেড়ানো হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর এক অভিজাত হোটেলে প্লেয়ার্স ড্রাফটে জিমিকে দলে ভেড়ায় সাকিবের দল।
জিমি ছাড়া অপর পাঁচটি ফ্রাঞ্চাইজিও তাদের আইকন খেলোয়ার বেছে নিয়েছে। ঘরোয়া আসরের মাঠ কাঁপানো খেলোয়াড় গোলরক্ষক বিপ্লব কুজুকে দলে ভিডিয়েছে সাইফ পাওয়ার খুলনা। ঘরোয়া আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আশরাফুল ইসলামকে দেখা যাবে ওয়ালটন ঢাকায়। মেট্রো এক্সপ্রেস বরিশালের আইকন হয়েছেন রোমান সরকার।
একমি চট্টগ্রামের হয়ে দেখা যাবে রেজাউল করিম বাবুকে। ঘরোয়া আসরে সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান সবুজ খেলবেন রূপায়ন গ্রুপ কুমিল্লার হয়ে। জাতীয় দলের ১৯ জন খেলোয়াড় থেকে ৬ জনকে আইকন হিসেবে বেছে নিয়েছে ফ্রাঞ্চাইজগুলো। বাকি খেলোয়াড়রা এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন।
প্রতিটি ফ্রাঞ্চাইজি একজন করে দেশি আইকন খেলোয়াড় নেয়ার পাশাপাশি একজন করে বিদেশি খেলোয়াড়ও নিয়েছে আইকন হিসেবে। প্রতিটি দল খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে প্রতিটি ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নেওয়ার কথা উল্লেখ করা দেওয়া হয়েছিল। সে হিসেবে দেশি-বিদেশি আইকন ২ জন, ‘এ+’ ক্যাটাগরির ২ জন, ‘এ’ ক্যাটাগরির ৪ জন, ‘বি’ ক্যাটাগরির ৬ জন ও ‘সি’ ক্যাটাগোরির ৩ জন। প্রতিটি দল দেশি-বিদেশি মিলে ১৭ জন করে খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে।
ছয় বিদেশি আইকন খেলোয়াড় হলেন: দেভিন্দার ওয়ালমিকি (ভারত) একমি চট্টগ্রাম। হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা),মেট্রো এক্সপ্রেস বরিশাল। চিঙ্গেলসানা সিং (ভারত), মোনার্ক মার্ট পদ্মা। প্রদীপ মোর (ভারত), রুপায়ন গ্রুপ কুমিল্লা। গিদো বেরেইরোস (আর্জেন্টিনা), সাইফ পাওয়ার খুলনা। এসভি সুনীল (ভারত), ওয়ালটন ঢাকা।
হকি চ্যাম্পিয়নস ট্রফির প্লেয়ার্স ড্রাফট আজ সোমবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। নিলামে ডাকের মাধ্যমে প্রতি দল দেশি ও বিদেশি মোট ১৭ জন করে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পায়।
একমি চট্টগ্রাম
রেজাউল করিম, দেভিন্দার ভালমিকি (ভারত), ফরহাদ আহমেদ সিতুল, মেহেদী হাসান, ঘাজানফার আলি (পাকিস্তান), হাফিজ জায়নুল (মালয়েশিয়া), সজিবুর রহমান, রাজীব দাস, তাহের আলী, পিয়ের হেনরিখস (জার্মানি), আরশাদ হোসেন, হাসান জুবায়ের, আশরাফুল আলম, মনোজ বাবু, মেহেদী হাসান, তাসিন আলী, কাঞ্চন মিয়া।
মোনার্ক মার্ট পদ্মা
রাসেল মাহমুদ জিমি, চিঙ্গেলসানা সিং, ইমরান হাসান, নাইম উদ্দিন, সাইফ খান (ভারত), সি ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিউ তানিমিতুস, আশরাফুল ইসলাম, রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম, রাকিবুল হাসান।
মেট্রো এক্সপ্রেস বরিশাল
রোমান সরকার, হুয়ান মার্তিন লোপেজ, অসীম গোপ, ফজলে হোসেন রাব্বি, উ সুং হো (দক্ষিণ কোরিয়া), আখিমুল্লা ইসুক (মালয়েশিয়া), সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিত্রি সারি (মালয়েশিয়া), মো. নুরুজ্জামান, শহীদুল হক সৈকত, আজিজুর রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান, সাজেদুল ইসলাম, শামিম মিয়া।
ওয়ালটন ঢাকা
আশরাফুল ইসলাম, এসভি সুনীল, আবু সাইদ নিপ্পন, রকিবুল হাসান রকি, আব্দুল খালিক (মালয়েশিয়া), আলফান্দি আলী (ইন্দোনেশিয়া), সফিউল আলম শিশির, মেহরাব হোসেন সামিন, আবেদ উদ্দিন, আজরি হোসেন (মালয়েশিয়া), আমান শরীফ, আল আমিন, রাতুল আহমেদ, মাইনুল ইসলাম, মোহাম্মাদ আব্দুল্লাহ, হোজাইফা হোসেন, তৈয়ব আলী।
সাইফ পাওয়ার খুলনা
বিপ্লব কুজুর, গিদো বেরেইরোস, খোরশেদুর রহমান, প্রিন্স লাল ,আজফার ইয়াকুব (পাকিস্তান) , ফিরদাউস রশদী (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবিব, রাজু আহমেদ, মরিজ ফ্রে (জার্মানি/অস্ট্রিয়া), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা,সাদ্দাম খান, দ্বীন ইসলাম, ইয়াসিন আরাফাত।
রূপায়ন গ্রুপ কুমিল্লা
সোহানুর রহমান সবুজ, প্রদীপ মোর, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, কিম সুং ইয়োব (দক্ষিণ কোরিয়া), মোহামেদ ফাথুর (ইন্দোনেশিয়া), মিলন হোসেন, ওবায়দুল হোসেন, রিপন কুমার, জাসজিত সিং (ভারত), সাহিদুর রহমান সাজু, উক্যহিন রাখাইন, জাহিদ হোসেন, বেলাল হোসেন, শিমুল ইসলাম, তানভির রহমান, মেহেদী হাসান লিমন।
এমপি/এমএমএ/