নিউ জিল্যান্ডে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ইনিংস
ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তার জন্য প্রয়োজন আগামীকাল শেষ দিন নিউ জিল্যান্ডের অবশিষ্ট ৫ উইকেট দ্রুত তুলে নিয়ে সেই রান অতিক্রম করা। চতুর্থদিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা এগিয়ে মাত্র ১৭ রানে।
বিদেশের মাটিতে বিশেষ করে নিউ জিল্যান্ডে বাংলাদেশের ব্যাটে-বলে সমন্বয় কখনই হয়নি। যে কারণে টেস্ট ম্যাচ হোক আর রঙিন পোশাকের ম্যাচ হোক, কোনো জয় নেই। এবার সেই অপূর্ণতা দূর হতে চলেছে।
প্রথম দিন বোলাররা যে কাজটি করে লাগাম টেনে ধরেছিলেন, ব্যাটসম্যানরা ৪৫৮ রানের ইনিংস খেলে ৭০ রানের লিড নিয়ে সেখানে পূর্ণতা এনে দেন। আর এ পূর্ণতা আনার পথে তারা নিউ জিল্যান্ডের মাটিতে সবচেয়ে বড়। দীর্ঘস্থায়ী ইনিংস খেলার নজির গড়েছেন। খেলার মেয়াদ ছিল ১৭৬ ওভার ২ বল। ঘরে-বাইরে যে কোনো দেশের বিপক্ষে এটি আবার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ খেলা ওভার।
বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী ইনিংসের স্থায়ীত্ব ছিল ১৯৬ ওভার। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলেছিল। ড্র হয়েছিল ম্যাচটি। শ্রীলঙ্কার ৫৭০ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের ১০০ রানে ভর করে ৬৩৮ রান করেছিল। যে কোনো দেশের বিপক্ষে ঘরে-বাইরে এটি বাংলাদেশের এখন পর্যন্ত দলগত সর্বোচ্চ সংগ্রহ।
শ্রীলঙ্কার বিপক্ষেই গত বছর ১৭৩ ওভারের ইনিংসটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ। চলতি টেস্টের পর যা নেমে এসেছে তৃতীয় স্থানে। পাল্লেকেলেতে বাংলাদেশ ১৭৩ ওভার খেলে করেছিল ৫৪১ রান। সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মুমিনুল হক (১২৭)। এ টেস্টও ড্র হয়েছিল।
বাংলাদেশের পরের দুইটি সর্বোচ্চ ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে। দুইটিই ঘরের মাঠে। একটি ঢাকাতে ২০১৮ সালে। অপরটি খুলনাতে ২০১৪ সালে। দুইটিতেই বাংলাদেশ জিতেছিল। ২০১৮ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ চতুর্থ সর্বোচ্চ ১৬০ ওভার খেলে করেছিল ৫২২ রান। মুশফিকুর রহিম ২১৯ ও মুমিনুল হক ১৬১ রান করেছিলেন। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ২১৮ রানে। ২০১৪ সালে খুলনায় ১৫৮ ওভার ৫ বল খেলে করেছিল ৪৩৩ রান। এবারও জোড়া সেঞ্চুরি ছিল। একটি করেছিলেন সাকিব আল হাসান ১৩৭। অপরটি তামিম ইকবালের ১০৯। বাংলাদেশ ম্যাচ জিতেজিল ১৬২ রানে। এবার দেখার পালা দ্বিতীয় সর্বোচ্চ ওভার খেলে বাংলাদেশ ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে কি না?
একনজরে টেস্টে বাংলাদেশের বেশি ওভারের পাঁচটি ইনিংস
ওভার প্রতিপক্ষ ভেন্যু সাল
১৯৬ শ্রীলঙ্কা গল ২০১৩
১৭৬.২ নিউ জিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ২০২২
১৭৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৬০ জিম্বাবুয়ে ঢাকা ২০১৮
১৫৮.৫ জিম্বাবুয়ে খুলনা ২০১৪
এমপি/এসএন