লন্ডন থেকে এসেই দ্রুততম মানব ইমরান
লন্ডন থেকে এসেই জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়ে রেকর্ড গড়ে দ্রুততম মানব হয়েছেন ইমরান রহমান। তিনি সময় নিয়েছেন ১০.৫০ সেকেন্ড। ভেঙে দিয়েছেন ২২ বছরের রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৯৯৯ সালে প্রয়াত মাহবুব আলমের।
তিনি সময় নিয়েছিলেন ১০.৫৪ সেকেন্ড। হ্যান্ড টাইমিংয়ে বাংলাদেশের সেরা সময় ১০.২০ সেকেন্ড। ২০১৯ সালে করেছিলেন সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। এবার তিনি দ্বিতীয় হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসের সেরা ইভেন্টে হ্যান্ড টাইমিংয়ে ইমরানের সময় ১০.৩০ সেকেন্ড। ২৮ বছল বয়সী ইমরান লন্ডন থেকে কয়েকদিন আগে ঢাকায় আসেন। অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে।
এদিকে দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। তিনি পেছনে ফেলেছেন গত কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারকে। সুমাইয়া ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন রানী বনে যান। শিরিন ছিলেন তার থেকে ০.০৬ সেকেন্ড পেছনে। শিরিন অবশ্য ফিনিসিংয়ে গিয়ে পড়ে যান।
এ
মপি/এমএমএ/