লোরিসের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী টটেনহ্যাম কোচ
ফরাসি গোলরক্ষক হুগো লোরিসের সঙ্গে দ্রুতই ক্লাব কর্তৃপক্ষ(স্পার্স) চুক্তি নবায়ন করবে বলে মনে করছেন টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তে। যদিও অভিজ্ঞ এই গোলরক্ষক অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে ফ্রি-এজেন্টে পরিণত হয়েছেন। তাই লোরিসের টটেনহ্যাম ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্পার্সদের সঙ্গে লোরিসের বর্তমান চুক্তির মেয়াদ মাত্র ছয় মাস বাকি আছে।
টটেনহ্যামের হয়ে ৩০০'রও বেশী প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন লোরিস। শনিবার (২ জানুয়ারি) ওয়াটফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ী হন টটেনহ্যাম। ম্যাচের পর স্পার্স বস লোরিসের প্রশংসা করে বলেন, ‘এই ধরনের ম্যাচে একজন গোলরক্ষকের মনোযোগ প্রমাণিত হয়। পুরো ম্যাচে তাকে সেভাবে কোনো বিপদে পড়তে হয়নি কিন্তু তারপরেও লোরিস তার মনোযোগ হারায়নি। শেষ মিনিট পর্যন্ত সে একইভাবে খেলে গেছে, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সে প্রমাণ করেছে কেন সে শীর্ষ গোলরক্ষক।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত অতি দ্রুত তার সঙ্গে সমাধানে আসবে ক্লাব কর্তৃপক্ষ। লোরিস টটেনহ্যামকে ভালোবাসে, টটেনহ্যামও তাকে ভালোবাসে।’
আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে থেকেও প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে টটেনহ্যাম।
এদিকে মৌসুমের দ্বিতীয় ভাগে চ্যাম্পিয়ন্স লিগে যেকোনো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন টটেনহ্যাম কোচ। এছাড়া শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে তার ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেই আভাসও দিলেন। বলেন, ‘সত্যি কথা বলতে কি আমি যখন টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলাম তখন দল সম্পর্কে ধারণা নিতে আমি কিছুটা সময় চেয়ে নিয়েছিলাম। এখন আমি সবাইকে চিনি। জানুয়ারিতে কি হয় এখনই সে সম্পর্কে কিছু বলছি না। এভাবেই সবাই একসঙ্গে কাজ চালিয়ে যেতে চাই। এই খেলোয়াড়রা আমাকে সবকিছু দিয়েছে। জানুয়ারিতে কাউকে নিতে হলে সেরা কাউকেই বেছে নিতে হবে।’
এসআইএইচ