আইজিপি কাপ যুব কাবাডিতে সেরা ঝিনাইদহ ও মৌলভীবাজার
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা। পল্টন ময়দানে অনুষ্ঠিত আসরের আজকের ফাইনালে নড়াইল জেলাকে ২৫-১৯ পয়েন্টে পরাজিত করে তারা। শুরু থেকেই দাপট দেখিয়ে শিরোপা জিতে নেয় ঝিনাইদহ।
প্রথমার্ধে নড়াইল জেলা প্রতিদ্বন্দ্বিতা করলেও দ্বিতীয়ার্ধে পারেনি। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল। লিগ পর্বে নড়াইল জেলা ৫৭-২০ পয়েন্টের বিরাট ব্যবধানে ঝিনাইদহকে হারিয়েছিল।
এদিকে ছেলেদের বিভাগে শিরোপা ধরে রেখেছে মৌলবীবাজার জেলা। ফাইনালে তারা ২৯-১৫ পয়েন্টে হার মানায় চট্টগ্রাম জেলাকে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-৭ পয়েন্টে এগিয়ে ছিল। এর আগে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল মৌলভীবাজার জেলা।
ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন মেয়েদের বিভাগে ঝিনাইদহ জেলার আঞ্জুমান আরা রাত্রি ও মৌলভীবাজারের তাজ। ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রামের ওজুয়ান মারমা। সেরা রাইডার হয়েছেন মেয়েদের বিভাগে ঝিনাইদহেরর সুমাইয়া ও ছেলেদের বিভাগে মৌলভীবাজারের মো. যুবায়ের। সেরা ডিফেন্ডার হয়েছেন ছেলেদের বিভাগে মৌলভীবাজারের তাজউদ্দিন ও মেয়েদের বিভাগে ঝিনাইদহর সুমাইয়া।
নিজ জেলা নড়াইলের ফাইনাল খেলা দেখতে মাঠে এসেছিলেন নড়াইলের এমপি মাশরাফি বিন মর্তুজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ কাবাডি ফেডারেশননের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এমপি/এসআইএইচ