বাংলাদেশি ব্যাটসম্যানরা আসলেই দারুণ খেলেছে: ওয়াগনার
নিউ জিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করার পর ব্যাটিংয়েও ধৈর্য্যের পরিচয় দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। কারণ এখন পর্যন্ত বাংলাদেশ ইনিংসের ৬৭ ওভারের খেলা শেষ হয়েছে। মাত্র ২ উইকেট নিয়েছেন নিউ জিল্যান্ডের ফাস্ট বোলাররা। তারপরও বাংলাদেশি ব্যাটারদের লড়াই দেখে অবাক কিউই বোলাররা।
তাদের মধ্যে ২টি উইকেট নেওয়া ওয়াগনার এটাকে নিউ জিল্যান্ডের জন্য সাফল্য মনে করছেন না। বরং পুরোপুরি কৃতিত্ব দিলেন বাংলাদেশি ব্যাটারদের। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা বাংলাদেশি ব্যাটসম্যানদেরই কৃতিত্ব। তারা আসলেই খুব দারুণ খেলেছে। তারা লড়াই করেছে। ধৈর্য ধরে ব্যাটিং করেছে। মাঠের লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। এটা টেস্ট ক্রিকেটে দারুণ একটা লড়াকু দিন।’
বাংলাদেশি দুই ওপেনারের মধ্যে এখনও ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয়। তিনি ২১১ বল খেলে ৭০ রানে অপরাজিত আছেন। তার এই ব্যাটিং নজর কেড়েছে ওয়াগনারের। মাহমুদুলের প্রসঙ্গে এই ফাস্ট বোলারের ভাষ্য, ‘তরুণ ব্যাটসম্যানটি (মাহমুদুল) অসাধারণ খেলেছে আজ। খুব ধৈর্য নিয়ে খেলেছে সে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি ব্যাটসম্যানদের কেউই খুব বেশি সুযোগ দেয়নি আমাদের। উইকেটে টিকে থাকার সর্বোচ্চ চেষ্টা করে গেছে। তারা বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলা দেখে মনে হয়েছে টিকে থাকার প্রস্তুতি নিয়েই তারা নেমেছিল। প্রচুর বল ছেড়েছে তারা। তাদের ব্যাটিংয়ে আমরা উইকেট নেওয়ার জন্য ঝাঁপিয়েছি, যেটি তাদের রান করার সুযোগটা বাড়িয়ে দিয়েছে। খুব ভালো খেলেছে বাংলাদেশ। সব কৃতিত্ব তাদের। মারার বলে মেরেছে। ঠেকানোর বলে খুব সাফল্যের সঙ্গে রক্ষণ করেছে।’
এর আগে নিউ জিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে মুমিনুল বাহিনী। জয় পায়নি একটিতেও।
এসআইএইচ/