এশিয়া কাপের ব্যর্থতা নিয়েই বিশ্বকাপের দল!
বাংলাদেশের প্রেক্ষাপটে যে এশিয়া কাপ ছিল ডিম পাড়া মুরগির মতো। গত চার আসরের তিনবারই রানার্সআপ, সেই বাংলাদেশ এবার সুপার ফোরেই যেতে পারেনি। ব্যর্থতা হয়েছ সঙ্গী। মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে এশিয়া কাপের মিশন। প্রথমে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে, পরে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় ঘণ্টা বাজে।
অবশ্য এশিয়া কাপে যে এবার এ রকম কিছু হবে, অনুমিতই ছিল। এর কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাম্প্র্রতিক ভয়াবহ ব্যর্থতা। হারতে হারতে জিম্বাবুয়ে মতো দলের কাছেও হেরেছিল। তাইতো দেশ ছাড়ার আগে নতুন দায়িত্ব প্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান শুনিয়ে যাননি কোনো আশার বাণী। বলেছিলেন সুপার ফোরে খেলা উচিত। আর এশিয়া কাপকে ধরা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরীক্ষা-নীরিক্ষার মঞ্চ হিসেবে। এখন বাংলাদেশেন লক্ষই থাকবে অক্টোবরে অস্ট্রেলিয়াতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে। নিজেদের ভালোভাবে ঝালাই করে নিতে বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে খেলবে পাকিস্তানের অংশগ্রহণে একটি তিন জাতির আসর। ডাবল লিগ পদ্ধতিতে বাংলাদেশ খেলবে ৪টি ম্যাচ। এখন বাংলাদেশের পরিকল্পনা এই আসরকে ঘিরে। আর এই আসরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘষা-মাজা করার শেষ মঞ্চ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড যাওয়ার কথা ৩০ সেপ্টেম্বর। কিন্তু এই তারিখ আরও এগিয়ে আনা হতে পারে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যাতে ক্রিকেটারার বেশি সময় পান।
আগেই এশিয়া কাপে ইতি ঘটাতে বাংলাদেশ দলর আপাতত এক সপ্তাহের ছুটি। নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামসহ কোচিং স্টাফরা সবাই ফিরে গেছেন নিজ নিজ দেশে। শ্রীধরন আসবেন ১১ সেপ্টেম্বর। এদিকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। সেই হিসেবে বাংলাদেশের হাতে সময়ও নেই। বিশেষ করে শ্রীধরনের হাতে। কারণ তিনি দায়িত্ব নিয়েই দল নিয়ে ছুটে যান এশিয়া কাপ খেলতে। যে কারণে দলের বাইরে আর কাউকে পরখ করে নেওয়ার সুযোগ পাননি। বিশ্বকাপের দল ঘোষণার আগে তিনি আরও কয়েকজন ক্রিকেটারকে পরখ করে নিতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে দলনায়ক সাকিবও এ রকম কথা জানিয়ে ছিলেন।
ইনজুরির কারণে শ্রীধরনের দেখা হয়নি লিটন দাস, নুরল হাসান সোহান, ইয়াসীর আলী রাব্বি, হাসান মাহমুদকে। এর বাইরেও কেউ কেউ ডাক পেতে পারেন শ্রীধরনের ল্যাব্রটরিতে। তিনি আসার পরদিনই শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।
শুক্রবার দুবাইয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘যেহেতু তিনি ( শ্রীধরন) ঢাকায় এসেই এশিয়া কাপে চলে এসেছিলেন। খেলোয়াড়দের দেখার সুযোগ পাননি খুব একটা। সেই জন্য তিন-চার দিন নতুন খেলোয়াড় দেখতে চাচ্ছে। আমাদের তালিকায় যারা আছে, কিছু দিন আগেই ছিল, এখন হয়ত দলে নেই, তাদের দেখতে চাচ্ছেন।’ তিনি বলেন, ‘ ১১ তারিখ শ্রীরাম ঢাকায় চলে আসবেন। সেখানে স্থানীয় কোচদের সঙ্গে ব্যাটসম্যান ও পেস বোলারদের নিয়ে একটা ক্যাম্প করবে। তাদের নিয়ে ওর কিছু কাজ আছে।’
এমপি/আরএ/