ক্যাচ ধরায় সৌম্যর পাশে সাদমান
নিউ জিল্যান্ডের মাটিতে বাংলাদেশের দলগত কোনো সাফল্য না থাকলেও ব্যক্তিগত অর্জন আছে অনেক। এ রকমই একটি ব্যক্তিগত অর্জনের পাশে নিজের নাম লিখিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে ব্যাট হাতে নয়; ফিল্ডিংয়ে চার চারটি ক্যাচ ধরে।
মাউন্ট মঙ্গনুইয়ের বে ওভালে স্বাগতিকরা গুটিয়ে গেছে ৩২৮ রানে। যেখানে বোলারদের পাশাপাশি চার ক্যাচ ধরে অবদান আছে সাদমান ইসলামেরও। আর এই অবদান রাখাতে গিয়ে তিনি রেকর্ড বইয়ে নিজের নাম লিপিবদ্ধ করে ফেলেছেন।
তবে সেখানে তিনি চূড়ায় নয়, তার পাশে আছেন সৌম্য সরকার। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে উইকেট কিপার ছাড়া সর্বোচ্চ চারটি ক্যাচ বাংলাদেশের হয়ে এই দুই জনই সেরা। পাঁচটি করে ক্যাচ নেওয়ার রেকর্ড আছে বিশ্বে ১৩ জনের। তারা হলেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন, শ্রীকান্ত, যুরভিন্দ্র সিং, অজিঙ্কা রাহানে, ওয়েস্ট ইন্ডিজরে ড্যারেন স্যামি, ডুয়াইন ব্রাভো ও ব্লাকউড, অস্ট্রেলিয়ার রিচার্ডসন ও স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের বেন স্টোকস, শ্রীলঙ্কার থ্রিমান্নে, নিউ জিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ
সাদমান ইসলাম প্রথম দিন নিয়েছিলেন একটি। আজ দ্বিতীয় দিন নিয়েছেন আরও তিনটি। তার চার ক্যাচের দুইটি ছিল শরিফুলের বলে। একটি করে ছিল মুমিনুল ও মেহেদী হাসান মিরাজের ওভারে।
সাদমান ইসলাম প্রথম দিন নিয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ক্যাচ। শর্ট কাভারে দাঁড়িয়ে তার ক্যাচ ধরেছিলন। আজ দ্বিতীয় ক্যাচ ধরেন সেই শরিফুলের বলেই তৃতীয় স্লিপে। ক্যাচটি একটু কঠিনই ছিল। কারণ বল অনেক নিচু হয়ে আসছিল। তার তৃতীয় ক্যাচ ছিল লং অনে কাইল জেমিসেনর। বোলার ছিলেন মেহেদী হাসান মিরাজ। তার চতুর্থ ক্যাচ ছিল হ্যানরি নিকোলাসের। এ ছাড়াও তিনি বোল্টের একটি ক্যাচ ফেলে দেন।
সাদমানের আগে সৌম্য কীর্তি গড়েছিলেন ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে। সৌম্য একে একে ক্যাচ ধরেছিলেন উপুল থারাঙ্গা, দিলরুয়ানা পেরেরা, রঙ্গণা হেরাথ ও সুনঙ্গা লাকমলের।
এমপি/কেএফ/