অমিক্রন নয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ
অমিক্রন নয় ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট(বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। এ তথ্য নিশ্চিত করেছে কলকাতার স্বাস্থ্য ভবন।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, বৃহস্পতিবারের ( ২৭ ডিসেম্বর) রিপোর্টে জানা যাবে সৌরভ কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে দেরি হলেও বছরের প্রথমদিন শনিবার (১ ডিসেম্বর) রিপোর্টটা চিকিৎসকদের হাতে আসার পর জানা যায় ভ্যারিয়েন্টের ধরণ সম্পর্কে। আগামীতে সৌরভের জন্য চিকিৎসকদের কী পরামর্শ হবে বা আইসোলেশনের মেয়াদ বাড়বে কি না সেই ব্যাপারে এখনও জানা যায়নি। তার জন্য আপাতত অপেক্ষা করতে হবে।
দুই দফা করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসার পর হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। বছরের শেষ দিন শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলী আপাতত হোম আইসোলেশনে থাকবেন। বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে।
এসআইএইচ/